লন্ডন: ব্রিটেনে কুপিয়ে খুন করা হল এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে। ছুরি দিয়ে তাঁর উপর আক্রমণ চালানো হয়েছিল। ৩৮ বছরের ওই ব্যক্তির নাম অরবিন্দ শশীকুমার। ১৬ জুলাই শুক্রবার তার উপর হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। সাউদাম্পটন একটি আবাসনে হামলার শিকার হন ওই ভারতীয় বংশোদ্ভূত। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এবং মৃত ভারতীয়ের দেহ উদ্ধার করে নিয়ে যায়। শনিবার হত্যাকারীকে গ্রেফতারও করেছে পুলিশ। হত্যায় অভিযুক্তের নাম সলমন সালিম (২৫)। তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। ক্রয়ডন ম্যাজিস্ট্রেট আদালতে শনিবারই তোলা হয়েছিল অভিযুক্তকে। তাঁর পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
ব্রিটেন পুলিশ জানিয়েছে, অরবিন্দের ময়নাতদন্তের রিপোর্ট সামনে এসেছে। বুকে ছুরির আঘাতেই জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে উল্লেখিত হয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। এ নিয়ে পুলিশের মুখপাত্র বলেছেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন এক ব্যক্তি ছুরির আঘাতে আহত। চিকিৎসকরা সেখানেই চিকিৎসা শুরু করলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।” লন্ডনে ওই ব্যক্তির এক আত্মীয় থাকে বলেও জানিয়েছে পুলিশ। তাঁকে খবর দেওয়া হয়েছে এবং সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের ওই মুখপাত্র।
এই ঘটনার দুদিন আগেই অপর এক ভারতীয় ছুরিকাহত হয়ে খুন হয়েছিলেন লন্ডনে। ২৭ বছরের ওই যুবতী হায়দরাবাদের বাসিন্দা ছিলেন। পড়াশোনার জন্য তিনি গিয়েছিলেন ব্রিটেনে। সেখানে এক ব্রাজিলীয় ব্যক্তির হামলায় মৃত্যু হয় ওই যুবতীর।