Marriage Betrayal: বিয়ে ১৬ বছর পর ‘বাবা’ জানতে পারলেন চার সন্তান আসলে অন্য কারও

Jan 11, 2024 | 6:53 AM

Marriage Betrayal: যুবকের নাম চেন। তাঁর স্ত্রী বিয়ের পর থেকেই অন্য সম্পর্কে ছিলেন বলে সম্প্রতি জানতে পেরেছেন ওই ব্যক্তি। ওই দম্পতির চার কন্যা সন্তান রয়েছে। চেন-এর স্ত্রীর নাম ইউ। চেন সম্প্রতি বিচ্ছেদের আবেদন জানিয়েছেন। তিনি জানতে পেরেছেন ওই চার কন্যা সন্তানের বাবাও তিনি নন।

Marriage Betrayal: বিয়ে ১৬ বছর পর বাবা জানতে পারলেন চার সন্তান আসলে অন্য কারও
প্রতীক ছবি
Image Credit source: Pixabay

Follow Us

বেজিং: বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ নতুন নয়। ভালবাসা ও বিশ্বাসের ওপর ভিত্তি করেই বিয়ের সম্পর্ক তৈরি হয় বলে মনে করা হয়। তবে অনেক বিয়েই সুখের হয় না। অনেক সময়ই বিশ্বাস ভেঙে যায়। ভেঙে যায় সম্পর্কও। তবে সম্প্রতি চিনে এমন একটি ঘটনা ঘটেছে, যা অবাক করে দেওয়ার মতো। বিয়ের পর ১৬ বছর ধরে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতেই পারেননি স্বামী। এমনকী তাঁদের যে সন্তান আছে, তারাও অন্য কারও!

যুবকের নাম চেন। তাঁর স্ত্রী বিয়ের পর থেকেই অন্য সম্পর্কে ছিলেন বলে সম্প্রতি জানতে পেরেছেন ওই ব্যক্তি। ওই দম্পতির চার কন্যা সন্তান রয়েছে। চেন-এর স্ত্রীর নাম ইউ। চেন সম্প্রতি বিচ্ছেদের আবেদন জানিয়েছেন। তিনি জানতে পেরেছেন ওই চার কন্যা সন্তানের বাবাও তিনি নন।

বিচ্ছেদের মামলা হওয়ার পর এক আইনজীবী এক যুবককে নিয়ে সন্দেহ প্রকাশ করেন। খোঁজ নিয়ে দেখা যায়, দম্পতির প্রথম কন্যা সন্তানের জন্মের পর ওই যুবক উপস্থিত ছিলেন। সেই কারণেই সন্দেহ বাড়ে। পরে ২০০৮, ২০১০ ও ২০১৮ সালে আরও তিন কন্যা সন্তানের জন্ম হয়। জানা গিয়েছে, এদের প্রত্যেকের বাবা আসলে ওই তৃতীয় ব্যক্তি। ডিএনএ পরীক্ষা করে জানা বিষয়টি নিশ্চিত হয়েছেন চেন।

এই ঘটনার জেরে বড় ক্ষতিও হয়ে গিয়েছে ওই পরিবারের। পুরো বিষয়টা জানতে পেরে চমকে যান চেন। সোজা চলে যান তাঁর শ্বশুরবাড়িতে। সেখানে গিয়ে অভিযোগ জানান। এদিকে, চেন-এর বাবা বিষয়টা জানতে পেরে জ্ঞান হারিয়ে ফেলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

Next Article