Youngest Graduates: ৯ বছর বয়সেই স্নাতক, সর্বকনিষ্ঠ স্কুল-স্নাতকের তকমা পেল ডেভিড

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Feb 07, 2023 | 12:37 AM

এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ডেভিড বলে, "আমি একজন জ্যোতিপদার্থবিদ হতে চাই। ব্ল্যাক হোল এবং সুপারনোভা নিয়ে পড়াশোনা করতে চাই।"

Youngest Graduates: ৯ বছর বয়সেই স্নাতক, সর্বকনিষ্ঠ স্কুল-স্নাতকের তকমা পেল ডেভিড
সর্বকনিষ্ঠ স্কুল স্নাতক পেনিসিলভেনিয়ার বালক।

Follow Us

পেনিসিলভানিয়া: স্কুলের গণ্ডি পেরোনোরও বয়স হয়নি। বলা ভাল, যে বয়সে সবেমাত্র অঙ্ক, বিজ্ঞান, কম্পিউটার নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়, সেই মাত্র ৯ বছর বয়সেই স্নাতক হল ডেভিড। শুনতে অবিশ্বাস্য লাগছে!বাস্তবে এমনই ডিগ্রি অর্জন করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে মার্কিন শিশু ডেভিড বালোগুন। সায়েন্স এবং কম্পিউটার প্রোগ্রামে স্নাতক হয়েছে সে। আর এই ডিগ্রি অর্জন করে ফিলাদেলফিয়ার সর্বকনিষ্ঠ স্কুল স্নাতক হিসাবে রেকর্ড করেছে ডেভিড।

পেনিসিলভানিয়ার হারিসবার্গের সাইবার চ্যাটার্ড স্কুল থেকেই সায়েন্স এবং কম্পিউটার প্রোগ্রামে হাইস্কুল স্নাতক হয়েছে ফিলাদেলফিয়ার নিকটবর্তী বেনসালেমেরের বাসিন্দা ডেভিড বালোগুন। এই ডিগ্রি অর্জনের সঙ্গে সঙ্গে সর্বকনিষ্ঠ স্কুল-স্নাতকদের তালিকায় নাম তুলে নিয়েছে ডেভিড। বর্তমানে এই তালিকায় তার স্থান দ্বিতীয়। এর আগে সর্বকনিষ্ঠ হাইস্কুল স্নাতক হিসাবে গিনেস বুকে নাম তুলেছিল মাইকেল কিয়ারনি। ১৯৯০ সালে মাত্র ৬ বছর বয়সে হাইস্কুল স্নাতক হয়েছিল মাইকেল। পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক রোনান ফারো ১১ বছর বয়সে স্কুলের পড়াশোনা সম্পন্ন করেছিলেন। ডেভিড ইতিমধ্যে কলেজে যাওয়ার উদ্যোগ নিয়েছে।

কেবল খেলার ছলেই স্কুল-স্নাতক ডিগ্রি সম্পন্ন করেনি ডেভিড। বয়স কম হলেও ভবিষ্যৎ সম্পর্কে এখন থেকেই পরিকল্পনা করে নিয়েছে ৯ বছরের শিশু। পড়াশোনা শেষ করে পেশা হিসাবে কোন দিকে যাবে, তাও স্থির করে নিয়েছে। এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ডেভিড বলে, “আমি একজন জ্যোতিপদার্থবিদ হতে চাই। ব্ল্যাক হোল এবং সুপারনোভা নিয়ে পড়াশোনা করতে চাই।”

ছেলের পড়াশোনা ও বুদ্ধিমত্তায় অভিভূত ডেভিডের বাবা-মা। মাত্র ৯ বছর বয়সেই যে ডেভিড অনেক কিছু বুঝতে সক্ষম এবং অনেক সময় ডেভিডের বুদ্ধি তাঁর বোঝার ক্ষমতাকেও পিছনে ফেলে দেয় বলে জানিয়েছেন সর্বকনিষ্ঠ স্নাতকের গর্বিত মা রোনিয়া।

ডেভিড অন্যান্য ছাত্রদের থেকে আলাদা বলে জানিয়েছেন তার শিক্শিক কোডি ডেড। তিনি বলেন, “ডেভিড ছোট থেকেই অনুপ্রাণিত শিশু। সে পড়াশোনার গতানুগতিক ভাবনা-চিন্তাকে সে পাল্টে দিয়েছে।”

মেনসার আই কিউ সোসাইটির সদস্য ডেভিড। রিচ সেন্টার থেকে স্নাতক হওয়ার পর বাক্স কান্টি কলেজে সেমিস্টার সম্পূর্ণ করেছে। পড়াশোনার পাশাপাশি খেলাধূলা সহ সহপাঠ্যক্রমিক কার্যাবলীতেও দক্ষ হয়ে উঠতে পারবে, এমন শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ শুরু করেছেন ডেভিডের বাবা-মা।

Next Article