Australia News : মানুষের মতো হাতের গড়ন, লম্বা একটা লেজ! অজি সমুদ্র সৈকতে পড়ে থাকা রহস্যজনক এই জন্তু কোন গ্রহের?
Australia News : অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটি জনপ্রিয় সমুদ্র সৈকতে একটি রহস্যময় প্রাণী ভেসে এসেছে। জন্তুটির হাতের গড়ন কতকটা মানুষেরই মতো। আবার টিকটিকি প্রজাতির জন্তুদের মতো একটি বড় লেজও আছে জন্তুটির।
কুইন্সল্যান্ড : ভাইরালের জমানায় সোশ্যাল মিডিয়ায় অদ্ভূত বস্তুর কোনও শেষ নেই। এই অদ্ভূতের তালিকায় নথিভুক্ত হল অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতের এক মৃত জন্তু। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটি জনপ্রিয় সমুদ্র সৈকতে একটি রহস্যময় প্রাণী ভেসে এসেছে বলে দাবি করা হয়। জন্তুটির মৃতদেহ দেখে স্থানীয়রা খুবই অবাকও হন। স্থানীয় এক যুবক সেই জন্তুর ভিডিয়ো করে তা সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেন। তাতে দেখা যাচ্ছে, জন্তুটির হাতের গড়ন কতকটা মানুষেরই মতো। আবার টিকটিকি প্রজাতির জন্তুদের মতো একটি বড় লেজও আছে জন্তুটির।
https://www.instagram.com/reel/Cbr1F0ljeK2/
অদ্ভুত প্রাণীটির ভিডিয়ো পোস্ট করেন স্থানীয় অ্যালেক্স ট্যান নামক এক যুবক। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিয়োটি পোস্ট করে তিনি দাবি করেন, প্রাণীটির একটি সরীসৃপ-সদৃশ মাথার খুলি রয়েছে। একটি লম্বা লেজ এবং হাতে নখও রয়েছে। অ্যালেক্স বলেন যে তিনি প্রাতঃভ্রমণের সময় মারুচিডোর সৈকতের তীরে প্রাণীটিকে আবিষ্কার করেছিলেন। ভিডিয়োতে অ্যালেক্সকে বলতে শোনা যায়, ‘আমি এক অদ্ভূত জন্তুর সামনে এসে পড়েছি। এরম ধরনের জন্তু দেখেই হয়ত লোকে বলে যে তারা ভিনগ্রহের প্রাণী দেখেছেন।’ এরপর অ্যালেক্স ক্যামেরাটি জন্তুটির দিকে ঘোরান। জন্তুটির গায়ে কোনও লোম ছিল না। ভিডিয়োটি শেষ করার আগে তিনি বলেন, ‘এক্সট্রা টেরিস্ট্রিয়াল’ (ভিনগ্রহের প্রাণী)।
কিছু পোস্টটিতে মন্তব্য করেছেন। অনেকে আবার বন্যপ্রাণী বিশেষজ্ঞদের ট্যাগ করেছেন। অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ আরউইনের মেয়ে বিন্দিকেও ট্যাগ করেছেন অনেকে। বেশ কয়েকজন আবার মন্তব্য করেছেন যে এটিকে ওয়ালাবির মতো লাগছে দেখতে। উল্লেখ্য, এর আগেও অদ্ভুত প্রাণীদের দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে। গত মাসে সিডনির ওয়ারিউড বিচে একটি উদ্ভট ব্লব-সদৃশ প্রাণী আবিষ্কৃত হয়েছিল। মস্তিষ্কের মতো প্রাণীটিকে দেখে স্থানীয়রা হতবাক হয়ে যান। পরে জানা গিয়েছিল, সমুদ্র অ্যানিমোন ছিল সেটি।
আরও পড়ুন : Ajmal Kasab : ‘আজমল কাসভ পাকিস্তানি’, ইমরানের সামনেই নিজের দেশের নাক কাটলেন পাক মন্ত্রী