AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SL President Gotabaya Rajapaksa Flees : বিক্ষোভের মুখে সরকারি বাসভবন ছেড়ে পালালেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া

Gotabaya Rajapaksa : শনিবার বিক্ষোভকারীরা তাঁর বাসভবন ঘিরে ফেলেন। বিক্ষোভের মুখে পড়ে সরকারি বাসভবন ছেড়ে পালালেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষ।

SL President Gotabaya Rajapaksa Flees : বিক্ষোভের মুখে সরকারি বাসভবন ছেড়ে পালালেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া
রাষ্ট্রপতির বাসভবনে বিক্ষোভকারীরা। ফাইল চিত্র
| Updated on: Jul 09, 2022 | 3:37 PM
Share

কলম্বো : চরম অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি শ্রীলঙ্কা। দেশজুড়ে বিক্ষোভে সামিল লঙ্কাবাসী। কিছুদিন আগেই সংসদে বিরোধী সাংসদের ‘গো ব্যাক’ স্লোগানের মাঝে পড়ে সংসদ ছেড়েছিলেন লঙ্কার প্রেসিডেন্ট গোতাবায় রাজাপক্ষ। এবার বিক্ষোভের মুখে পড়ে সরকারি বাসভবন ছাড়লেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। শনিবার বিক্ষোভকারীরা কলম্বোতে তাঁর বাসভবনের চারদিক ঘিরে ফেলে বলে জানা যায়। সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছে, তারপরই সরকারি বাসভবন ছেড়ে পালিয়ে গিয়েছেন গোতাবায়া।

অর্থনৈতিক সঙ্কটে ধুকছে শ্রীলঙ্কা। ক্ষোভে ফুঁসছেন লঙ্কাবাসী। দেশের এই বেহাল অর্থনৈতিক দশায় প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিচ্ছেন সেখানকার সাধারণ মানুষ। এর আগে বিক্ষোভের কারণে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মাহিন্দা রাজাপক্ষ। এবার নজরে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষ। দেশে প্রবল অর্থনৈতিক সঙ্কটের দেখা মেলার পর থেকেই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি উঠেছিল। সেই দাবিতেই অনড় বিক্ষোভকারীরা। তাই শনিবার রাষ্ট্রপতির বাসভবন ঘিরে ফেলেন বিক্ষোভকারীরা। স্লোগান উঠছিল, ‘গো গোতা গো’। প্ল্য়াকার্ড হাতে বিক্ষোভে সামিল হয়েছেন কয়েক হাজার বিক্ষোভকারী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্য়াস ছোঁড়ে পুলিশ। তার কিছু পরেই রাষ্ট্রপতি বাসভবন ছেড়ে পালিয়ে গিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

ছবি সৌজন্যে : AP

এক স্থানীয় সংবাদ মাধ্য়মের ভিডিয়ো ফুটেজ ও ছবিতে বিক্ষোভের ছবি ধরা পড়েছে। সেখানে দেখা যায়, বেশ কয়েকজন বিক্ষোভকারী শ্রীলঙ্কার পতাকা ও হেলমেট নিয়ে বলপূর্বক রাষ্ট্রপতি বাসভবনের ভিতরে ঢুকে পড়েন। আরও শতাধিক নাগরিক বাসভবনের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। দ্বীপরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে শয়ে শয়ে বিক্ষোভকারী বাস, ট্রেন ও ট্রাকে করে বিক্ষোভস্থলে উপস্থিত হয়েছেন। দেশকে অর্থনৈতিক সঙ্কট থেকে বের করে আনতে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরা। বিক্ষোভকারীদের মুখে স্লোগান, ‘গোতা গো হোম।’ বিক্ষোভকারীরা তারপর ধীরে ধীরে রাষ্ট্রপতি বাসভবন, অর্থ মন্ত্রক সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ভবন ঘিরে ফেলেন। দেশে অর্থনৈতিক সঙ্কট দেখা দেওয়ার পর থেকে এটি অন্যতম বড় বিক্ষোভ প্রদর্শন বলেই মনে করছেন বিশ্লেষকরা।