AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Earthquake: কেউ যেন ঝাঁকিয়ে দিল সব! আফগানিস্তানে ভয়ঙ্কর ভূমিকম্প, ধ্বংসস্তূপের নীচে লাশের পাহাড়

Afghanistan: একাধিক ফল্ট লাইনের উপরে অবস্থিত হওয়ায় প্রাণসময়ই ভূমিকম্প হয় আফগানিস্তানে। তবে সম্প্রতি কয়েক মাসে আফগানিস্তানে প্রতিটি ভূমিকম্পই জোরাল ছিল। গত ৩১ অগস্ট পাকিস্তান সীমান্তের কাছে পূর্ব আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৬।

Earthquake: কেউ যেন ঝাঁকিয়ে দিল সব! আফগানিস্তানে ভয়ঙ্কর ভূমিকম্প, ধ্বংসস্তূপের নীচে লাশের পাহাড়
আফগানিস্তানে ভয়ঙ্কর ভূমিকম্প।Image Credit: X
| Updated on: Nov 03, 2025 | 8:22 AM
Share

কাবুল: আবারও ভূমিকম্প আফগানিস্তানে (Afghanistan Earthquake)। ৬.৩ মাত্রার জোরাল ভূমিকম্প অনুভূত হল উত্তর আফগানিস্তানে। সোমবার মধ্য রাতে এই ভূমিকম্প হয় আফগানিস্তানের হিন্দুকুশ প্রদেশে। কয়েক সেকেন্ডেই তছনছ হয়ে যায় সব। বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত মৃত ৪, জখম অন্তত ১৫০।  চলছে উদ্ধারকাজ।

একদিকে উত্তর আফগানিস্তানে যেমন ৬.৩ মাত্রার ভূমিকম্প হয়, তেমনই দেশের সবথেকে বড় শহর মাজ়ার-ই-শরিফেও ৬.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ৫ লক্ষেরও বেশি বাসিন্দার এই শহরে ভূপৃষ্ট থেকে ২৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। পাহাড়ি এলাকায় ভূমিকম্প হওয়ায় বাড়িঘর ভেঙে গিয়েছে। আছড়ে পড়েছে বড় বড় পাথর।

এই শক্তিশালী ভূমিকম্পের পরই মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে কমলা সতর্কতা জারি করা হয়। এই সতর্কতা জারির অর্থ জোরাল ভূমিকম্পের প্রভাব ভয়ঙ্কর হতে পারে। বিপুল প্রাণহানির আশঙ্কা এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে ক্ষয়ক্ষতি হতে পারে।  আফগান প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফেও জানানো হয়েছে যে সকাল হলেই ক্ষয়ক্ষতির আন্দাজ করা যাবে।

প্রসঙ্গত, একাধিক ফল্ট লাইনের উপরে অবস্থিত হওয়ায় প্রাণসময়ই ভূমিকম্প হয় আফগানিস্তানে। তবে সম্প্রতি কয়েক মাসে আফগানিস্তানে প্রতিটি ভূমিকম্পই জোরাল ছিল। গত ৩১ অগস্ট পাকিস্তান সীমান্তের কাছে পূর্ব আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৬। ওই ভূমিকম্পে কমপক্ষে ২ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছিল।  ২০২৩ সালের অক্টোবর মাসে আফগানিস্তানে যে ভূমিকম্প হয়েছিল, তাতে ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এই ভূমিকম্পও কত মানুষের প্রাণ কাড়ে, তা নিয়েই বাড়ছে উদ্বেগ।