বেইরুট: পেজার বিস্ফোরণের পর এবার ওয়াকি-টকি বিস্ফোরণ! হিজবুল্লাহ সূত্রে দাবি করা হয়েছে, বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে, রাজধানী বেইরুট-সহ দক্ষিণ লেবানন জুড়ে বিভিন্ন জায়গায় হিজবুল্লাহ গোষ্ঠীর সদস্যদের ব্যবহার করা ওয়াকি-টকি এবং রেডিওগুলিতে পরপর বিস্ফোরণ ঘটেছে। ঠিক কতগুলি ওয়াকি-টকি ও রেডিয়োয় বিস্ফোরণ ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে বহু মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। একদিন আগেই এই গোষ্ঠীর যোদ্ধা এবং চিকিত্সকদের ব্যবহৃত পেজারগুলিতে একইভাবে বিস্ফোরণ ঘটেছিল। লেবানন জুড়ে ঘটা এই সকল বিস্ফোরণে, কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছিল এবং ২,৮০০ জনেরও বেশি আহত হয়েছিলেন। গুরুতর আহত হন দুই শতাধিক মানুষ। পরপর দুই দিন ধরে লেবাননে এই হাইটেক হামলার ফলে, হিজবুল্লাহ গোষ্ঠী এবং ইজরাইলের মধ্যে উত্তেজনা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।
মোটামুটিভাবে লেবাননের তিনটি জায়গায় ওয়াকি-টকি এবং হ্যান্ডহেল্ড রেডিয়োও বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। লেবাননের সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, বেইরুট, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননে এই বিস্ফোরণগুলি ঘটেছে। প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদিন সন্ধ্যায় সংবাদ সংস্থা রয়টার্সের পক্ষ থেকে বেইরুটের একটি লাইভ স্ট্রিম করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, শহর জুড়ে বিভিন্ন জায়গা থেকে ধোঁয়ার স্তম্ভ উঠছে। লেবাননের সরকারি সংবাদমাধ্যম, ন্যাশনাল নিউজ এজেন্সি বা এনএনএ জানিয়েছে, মঙ্গলবারের পেজার বিস্ফোরণে নিহত চার ব্যক্তিকে শেষ বিদায় জানাতে এদিন বেইরুটের দক্ষিণ শহরতলি, দাহিয়েহ-তে জড়ো হয়েছিলেন বহু মানুষ। সেই ভিড়েও আরেকটি বিস্ফোরণ ঘটে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই শেষযাত্রায় শিশু, মহিলা ও সব বয়সের পুরুষরা ছিলেন।
এই বিস্ফোরণের জন্যও ইজরাইলকেই দায়ী করেছে লেবানন। ওয়াকি-টকি হামলা হওয়ার আগে, মঙ্গলবারের পেজার বিস্ফোরণের জন্য সরাসরি ইজরাইলকেই দায়ী করেছিল হিজবুল্লাহ গোষ্ঠী। সংবাদ সংস্থা রয়টার্সকে লেবাননের এক পদস্থ নিরাপত্তা কর্তা জানিয়েছেন, ইজরাইলের গুপ্তচর সংস্থা মোসাদ, কয়েক মাস আগেই হিজবুল্লাহ গোষ্ঠীর আমদানি করা পেজারের ভিতরে বিস্ফোরক স্থাপন করেছিল।