বেজিং: তাইওয়ানের পর এবার চিনে ভূমিকম্প। বুধবার তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটার আগেই, আজ বৃহস্পতিবার সকালে ভূমিকম্প অনুভূত হল চিনে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে চিনের কিংহাই প্রদেশে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫।
চিনের সংবাদ এজেন্সি শিনহুয়ার তরফে জানানো হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮ টা ৩৯ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। চিনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল কিংহাই প্রদেশের উত্তর-পশ্চিমে মাঙ্গা সিটিতে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।
ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। এই ভূমিকম্প গতকালের তাইওয়ানের শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্পের আফটার শক কি না, তাও জানা যায়নি।
প্রসঙ্গত, বুধবার ভোরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান। ভূমিকম্প অনুভূত হয় পড়শি চিন, জাপান, ফিলিপিন্সেও। তাইওয়ানে ভূমিকম্পে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা হাজার পার করেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দ্বীপরাষ্ট্র জুড়ে। কমপক্ষে শতাধিক বাড়িঘর ভেঙে গিয়েছে বলেই জানা গিয়েছে। ভূমিকম্পের জেরে সুনামির সতর্কতাও জারি করা হয় জাপান-ফিলিপিন্সে। তবে শেষ অবধি সুনামি আছড়ে পড়েনি।
The intensity of the earthquake in China 🇨🇳 😍 pic.twitter.com/KZOY8OfHBS
— ✖️e k i (@XekiHlongwane) April 3, 2024
বুধবারের এই ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আজ ফের চিনে ভূমিকম্প হওয়ায়, স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। পরপর ভূমিকম্প হওয়ায় বড় কোনও বিপদের আশঙ্কা করছেন অনেকে। তবে বিশেষজ্ঞদের তরফে এখনও এই বিষয়ে কোনও তথ্য বা সতর্কতা জারি করা হয়নি।