Horror pic: গাজায় বন্দি প্যালেস্তাইনি যুবকদের অর্ধনগ্ন করে নিগ্রহ, ভাইরাল ছবি
Gaza: গাজায় বন্দি ইজরায়েলিদের বেশ কয়েকটি ছবি প্রকাশ করে বিশেষ বার্তা দিয়েছিল হামাস বাহিনী। এবার আটক পুরুষদের চোখ বাঁধা, অর্ধনগ্ন ছবি প্রকাশ্যে এসেছে। তারা ইজরায়েলের হাতেই বন্দি বলে অভিযোগ। গাজায় ইজরায়েলির হাতে বন্দি পুরুষদের উপর যে অমানবিক অত্যাচার হচ্ছে, এটা তার অন্যতম নজির বলে দাবি জানিয়েছে হামাস।
গাজা: অমানবিক! গাজায় বন্দি ইজরায়েলিদের বেশ কয়েকটি ছবি প্রকাশ করে বিশেষ বার্তা দিয়েছিল হামাস বাহিনী। এবার আটক পুরুষদের চোখ বাঁধা, অর্ধনগ্ন ছবি প্রকাশ্যে এসেছে। তারা ইজরায়েলের হাতেই বন্দি বলে অভিযোগ। গাজায় ইজরায়েলির হাতে বন্দি পুরুষদের উপর যে অমানবিক অত্যাচার হচ্ছে, এটা তার অন্যতম নজির বলে দাবি জানিয়েছে হামাস। এই ছবি প্রকাশ্যে আসার পরই ইজরায়েলের তীব্র নিন্দায় সরব হয়েছে প্যালেস্তাইন, আরব-সহ মুসলিম অধ্যুষিত দেশগুলি।
ছবিতে কী দেখা যাচ্ছে?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলির কোনটিতে দেখা যাচ্ছে, রাস্তার উপর ফুটপাতে পুরুষদের কেবল অন্তর্বাস পরিয়ে, পিছনে হাত বেঁধে সার দিয়ে বসিয়ে রাখা হয়েছে। পাশে দাঁড়িয়ে তাঁদের পাহাড়া দিচ্ছে ইজরায়েলি সেনা। পাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে তাঁদের জুতো
আবার একটি ছবিতে দেখা যাচ্ছে যে, গাজায় আটক পুরুষদের চোখ বাঁধা অবস্থায় বুলডোজার দিয়ে তৈরি করা বালির গর্তের কাছে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশ্যে আসার পরই প্যালেস্তাইনের এক শীর্ষ আধিকারিক জানান, নিরীহ নাগরিকদের উপর নৃশংস অত্যাচার করছে ইজরায়েল বাহিনী। ইজরায়েলের হাতে বন্দি এই পুরুষদের মধ্যে কয়েকজন প্যালেস্তাইনি সাংবাদিকও রয়েছেন বলে তিনি জানান।
যদিও ইজরায়েলের সামরিক বাহিনী ছবিগুলি সম্পর্কে কোনও মন্তব্য করেনি। তবে গোটা ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রেড ক্রস-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন।