AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nepal Interim Chief: অগ্নিগর্ভ নেপালে গড়া হচ্ছে অন্তর্বর্তী সরকার, প্রধান পদে সুশীলা কারকি?

Nepal: আপাতত দেশ চালানোর জন্য বেছে নেওয়া হল সুশীলা কারকিকে। নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা। তাঁকেই অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে বেছে নিয়েছে জেন-জ়ি আন্দোলনকারীরা। তিনি আপাতত নেপালের দায়িত্ব সামলাবেন পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত।

Nepal Interim Chief: অগ্নিগর্ভ নেপালে গড়া হচ্ছে অন্তর্বর্তী সরকার, প্রধান পদে সুশীলা কারকি?
নেপালের দায়িত্বভার সুশীলা কারকির কাঁধে।Image Credit: X
| Updated on: Sep 12, 2025 | 7:09 AM
Share

কাঠমাণ্ডু: সরকারহীন নেপাল। যুব আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এই পরিস্থিতিতে আপাতত দেশ চালানোর জন্য বেছে নেওয়া হল সুশীলা কারকিকে। নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা। তাঁকেই অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে বেছে নিয়েছে জেন-জ়ি আন্দোলনকারীরা।

৫ হাজারেরও বেশি যুবক-যুবতী ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নিতে। কাঠমাণ্ডুর মেয়র বালেন্দ্র শাহের নামই প্রথম পছন্দ হিসাবে শোনা গেলেও, তাঁকে নাকি বারবার যোগাযোগ করা হলেও, তিনি কোনও জবাব দেননি। এমনটাই জানান বৈঠকে অংশগ্রহণকারীরা। এরপরই সুশীলা কারকির নাম বেছে নেওয়া হয়।

জেন-জ়ি দের প্রতিনিধি বলেন, “উনি (বালেন্দ্র) যেহেতু আমাদের ফোন ধরেননি, তাই আমরা অন্য নাম বাছাই করেছি। সবথেকে বেশি সমর্থন পেয়েছেন সুশীলা কারকি।”

সূত্রের খবর, সুশীলা কারকির নাম যখন প্রস্তাব করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে অন্তত ১ হাজার জনের সই করা সমর্থনপত্র দিতে হবে। জানা গিয়েছে, সুশীলার সমর্থনে ২৫০০-রও বেশি মানুষ সই করেছেন। তিনি যদি এই প্রস্তাব গ্রহণ করেন, তাহলে নেপালে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত সুশীলা কারকিই দায়িত্ব সামলাবেন।

বিশেষজ্ঞদের মতে, সুশীলা প্রথমে সেনা প্রধান জেনারেল অশোকরাজ সিগদেলের সঙ্গে দেখা করবেন। তারপর রাষ্ট্রপতি রাম চন্দ্র পৌদেলের কাছ থেকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করবেন।