ওয়াশিংটন: আমেরিকার আকাশে চিনা স্পাই বেলুনের (China Spy Balloon) দেখা মিলেছিল এক সপ্তাহ আগেই। প্রতিরক্ষা ক্ষেত্রে ঝুঁকি তৈরি হতে পারে, এই আশঙ্কাতেই সন্দেহজনক ওই বেলুনকে মিসাইল (Missile) ছুড়ে ধ্বংস করা হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক রহস্যজনক বস্তুর দেখা মিলল। মন্টানার পর এবার আলাস্কা (Alaska)। শুক্রবারই আলাস্কায় ৪০ হাজার ফুট উচ্চতায় সন্দেহজনক বস্তু (Suspicious Flying Object) উড়তে দেখা যায়। সঙ্গে সঙ্গেই ওই সন্দেহজনক বস্তুকে মিসাইল ছুড়ে নামানো হয়। হোয়াইট হাউসের তরফে বিবৃতি জারি করে এই ঘটনার কথা জানানো হয়েছে। মাত্র এক সপ্তাহ আগেই যেখানে চিনা স্পাই বেলুনের গতিবিধি এবং তা মিসাইল ছুড়ে নামানো নিয়ে বেজিংয়ের সঙ্গে চাপান-উতোর শুরু হয়, তারমধ্যেই আবার সন্দেহজনক উড়ন্ত বস্তুর দেখা মিলতেই উদ্বেগ বেড়েছে।
হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি জানান, কোথা থেকে ওই নতুন উড়ন্ত বস্তুটি এসেছিল, কীই বা তার উদ্দেশ্য ছিল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে ভূপৃষ্ঠ থেকে ৪০ হাজার ফুট উচ্চতায় উড়ছিল ওই রহস্যজনক বস্তুটি। এই উচ্চতা দিয়েই অসামরিক বিমান চলাচল করে। কোনও বিমানের সঙ্গে ধাক্কা লাগলে বড় দুর্ঘটনা ঘটতে পারে এবং সাধারণ মানুষের প্রাণহানি ঘটতে পারে, এই আশঙ্কাতেই ওই উড়ন্ত বস্তুকে মিসাইল ছুড়ে ধ্বংস করা হয়েছে। কিরবি জানান, প্রেসিডেন্ট জো বাইডেনই মিলিটারি বাহিনীকে ওই উড়ন্ত বস্তু নামানোর নির্দেশ দেন। অন্যদিকে, বাই়ডেনও কিছুক্ষণ পরে জানান, রহস্যজনক বস্তুকে নামানোর প্রচেষ্টা সফল হয়েছে।
জন কিরবি জানান, এই রহস্যজনক বস্তুটি চিনা স্পাই বেলুনের তুলনায় আকারে অনেক ছোট ছিল। ছোট একটি গাড়ির আকারের উড়ন্ত কোনও বস্তু ছিল এটি। কোথা থেকে এসেছিল, কোনও রাজ্য বা কর্পোরেট সংস্থা তা উড়িয়েছিল কিনা, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ইতিমধ্যেই ওই রহস্যজনক বস্তুর ধ্বংসাবশেষ খোঁজার কাজ শুরু করা হয়েছে। ধ্বংস হয়ে যাওয়া টুকরোগুলি উদ্ধার হলে,তা পরীক্ষা করে বিস্তারিত তথ্য জানা যাবে বলেই জানানো হয়েছে ওয়াশিংটনের তরফে।