AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

US Senate Resolution: ‘অরুণাচল ভারতের অংশ’, চিনের উস্কানির সমালোচনা করে ঘোষণা মার্কিন সেনেটে

Arunachal pradesh: প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তিু বিঘ্নিত করতে চিনের ভূমিকার কড়া সমালোচনা করা হয়েছে। চিনের উস্কানি রুখতে ভারতের নেওয়া পদক্ষেপের প্রশংসাও হয়েছে মার্কিন সেনেটে।

US Senate Resolution: ‘অরুণাচল ভারতের অংশ’, চিনের উস্কানির সমালোচনা করে ঘোষণা মার্কিন সেনেটে
প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনাবাহিনী। ফাইল ছবি।
| Edited By: | Updated on: Feb 17, 2023 | 12:34 PM
Share

ওয়াশিংটন: আন্তর্জাতিক কূটনীতিতে বড় সাফল্য পেল ভারত। অরুণাচল প্রদেশ সীমান্ত নিয়ে প্রস্তাব উঠল মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটে (US Senate)। সেখানে বলা হল, অরুণাচল প্রদেশ ভারতের অংশ। অরুণাচলে ভারতকে উত্ত্যক্ত করার জন্য চিনকে দোষারোপও করা হয়েছে। আমেরিকার সেনেটে এই মর্মে রেজোলিউশন ঘিরে আশার আলো দেখছে ভারতের কূটনৈতিক মহল। অরুণাচলের কিছু এলাকা ঘিরে ভারত ও চিনের মধ্যে রয়েছে পুরনো দ্বন্দ্ব। গত বছর ডিসেম্বরে অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে হাতাহাতি হয়েছিল ভারত ও চিনা সেনার। সেই পরিস্থিতিতে মার্কিন মুলুকে বিষয়টি উত্থাপিত হওয়ায় কূটনৈতিক গুরুত্ব রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। বৃহস্পতিবার তিন সেনেটর এই বিষয়টি উত্থাপন করেন মার্কিন সেনেটে। সেখানে সেনেটররা সাফ জানান, অরুণাচল প্রদেশ ‘ভারতের অবিচ্ছেদ্য অংশ’ (integral part of India)। এবং অরুণাচলের ‘অখণ্ডতা এবং সার্বভৌমত্ব’ বজায় রাখতে ভারতকে সমর্থনও করা হয়েছে মার্কিন সেনেটে। পাশাপাশি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তিু বিঘ্নিত করতে চিনের ভূমিকার কড়া সমালোচনা করা হয়েছে। চিনের উস্কানি রুখতে ভারতের নেওয়া পদক্ষেপের প্রশংসাও হয়েছে মার্কিন সেনেটে।

মার্কিন সেনেটর জেফ মার্কলে, বিল হাগেরটি এবং জন করনিন অরুণাচলের বিষয়ে রেজোলিউশন আনেন মার্কিন সেনেটে। অরুণাচলে ভারতের প্রতিরক্ষার ব্যাপারে নেওয়া পদক্ষেপের প্রশংসা করা হয়। ওই সেনেটররা বলেন, “অরুণাচল সীমান্তে ভারত যেভাবে প্রতিরক্ষা জোরদার করেছে। মার্কিন সাহায্যও জটিল প্রযুক্তি ব্যবহার করছে তা প্রশংসনীয়।”

মার্কিন সেনেটে এই রেজোলিউশনের প্রবল রাজনৈতিক গুরুত্ব রয়েছে। অরুণাচল, লাদাখ সহ সীমান্তের বিভিন্ন এলাকায় ভারতীয় সীমান্তের কাছে নিজেদের উপস্থিতি বাড়িয়েছে চিনা সেনা। গত কয়েক বছরে বেশ কয়েক বার দুদেশের সেনারা হাতাহাতিতে জড়িয়েছিলেন। ডোকালাম, লাদাখের প্যাংগং হ্রদ ও অরুণাচলের তাওয়াংয়ে উত্তেজনা তৈরি হয়েছে। এর পর চিন সীমান্তে আরও ৯ হাজার আইটিবিপি জওয়ান মোতায়নে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই পরিস্থিতিতে আমেরিকার সেনেটের এই রেজোলিউশন আন্তর্জাতিক মহলে অরুণাচল নিয়ে ভারতের দাবিকে আরও পোক্ত করবে বলে মতে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের।