G7 Summit: জি৭-এর মঞ্চে ধনী দেশগুলির সমর্থন চাইলেন মোদী, ভাইরাল বাইডেনের সঙ্গে ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jun 27, 2022 | 9:18 PM

জলবায়ু পরিবর্তনের মোকাবিলার প্রতিশ্রুতি পূরণে ভারতের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য জি৭ গ্রুপের ধনী দেশগুলিকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার (২৭ জুন) জি৭-এর সম্মেলনে 'উন্নত ভবিষ্যতে বিনিয়োগ: জলবায়ু, শক্তি, স্বাস্থ্য' শীর্ষক এক অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

G7 Summit: জি৭-এর মঞ্চে ধনী দেশগুলির সমর্থন চাইলেন মোদী, ভাইরাল বাইডেনের সঙ্গে ভিডিয়ো
জি৭ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Follow Us

বার্লিন: জলবায়ু পরিবর্তনের মোকাবিলার প্রতিশ্রুতি পূরণে ভারতের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য জি৭ গ্রুপের ধনী দেশগুলিকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার (২৭ জুন) জি৭-এর সম্মেলনে ‘উন্নত ভবিষ্যতে বিনিয়োগ: জলবায়ু, শক্তি, স্বাস্থ্য’ শীর্ষক এক অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে মোদী দাবি করেন, ভারতের কর্মক্ষমতা থেকে স্পষ্ট যে জলবায়ু প্রতিশ্রুতি পূরণকে কতটা গুরুত্ব দেয় ভারত। মোদী বলেন, ‘একটি ভুল ধারণা আছে যে, দরিদ্র দেশগুলি পরিবেশের বেশি ক্ষতি করে। কিন্তু ভারতের হাজার বছরেরও পুরনো ইতিহাস, এই মতকে সম্পূর্ণরূপে অস্বীকার করে। প্রাচীন ভারত দারুণ সমৃদ্ধ ছিল।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, ‘আশা করি জি৭-এর ধনী দেশগুলি ভারতের প্রচেষ্টাকে সমর্থন করবে। ভারতে ক্লিন এনার্জি টেকনোলজির বিশাল বাজার গড়ে উঠছে। ভারতে বিশ্বের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত বিমানবন্দর রয়েছে। ভারতের বিরাট রেল যোগাযোগ ব্যবস্থা এই দশকে নেট জিরো হয়ে যাবে (কার্বন নিঃসরণের ক্ষেত্রে)। আমরা সময়ের নয় বছর আগেই অ-জীবাশ্ম ফসিল উত্স থেকে ৪০ শতাংশ শক্তি উৎপাদনের ক্ষমতার লক্ষ্য অর্জন করেছি।’ প্রধানমন্ত্রী আরও বলেন, কোভিড-১৯ মহামারি চলাকালীন ভারতে অনেক রকমের উদ্ভাবন হয়েছে। উন্নয়নশীল দেশগুলির স্বাস্থ্য ক্ষেত্রে ভারতের এই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ছড়িয়ে দিতে জি৭ দেশগুলি সহায়তা করতে পারে বলে জানান মোদী।

এদিন দক্ষিণ জার্মানির শ্লোস এলমাউ-এর আলপাইন দুর্গে জি৭ শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে সম্মেলনে স্বাগত জানান জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ। সম্মেলনে এদিন, তাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গিয়েছে। মার্কিন প্রেসিডেন্টকে দেখা যায়, মঞ্চের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এসে ভারতের প্রধানমন্ত্রীকে ডেকে নিয়ে কথা বলতে। দুই রাষ্ট্রনেতার এই সাক্ষাতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।


জি৭ সম্মেলনে যোগ দিতে রবিবারই জার্মানিতে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার, মিউনিখে অনাবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্ডেজ-এর সঙ্গে বৈঠক করেন। দুই রাষ্ট্রনেতার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, সামরিক সহায়তা, কৃষি, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা, খাদ্য সুরক্ষার মতো বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

বিশ্বের মোট সাতটি বড় অর্থনীতির দেশ নিয়ে গঠিত জি৭ রাষ্ট্রগোষ্ঠী। প্রতি বছরই বৈশ্বিক নিরাপত্তা, অর্থনীতি, জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগের মতো বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ, ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্মেলনে যোগ দিয়েছেন। ভারত এই সম্মেলনে যোগ দিয়েছে পর্যবেক্ষক হিসেবে।

Next Article