Kabul Mosque Blast: রেহাই মিলল না রমজানের শেষ শুক্রবারেও, কাবুলের মসজিদে ভয়াবহ বিস্ফোরণে মৃত ১০
Kabul Mosque Blast: রমজান মাসের শেষ শুক্রবার হওয়ায়, কাবুলের মসজিদে প্রার্থনা করতে হাজির হয়েছিলেন শয়ে শয়ে মানুষ। প্রার্থনা চলাকালীনই আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা মসজিদ।
কাবুল: ক্ষমতা দখলের পর থেকেই সন্ত্রাসবাদীদের নিশানা হচ্ছে তালিব শাসনে থাকা দেশ। আরও একবার বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান (Afghanistan)। এবার রাজধানী কাবুলের (Kabul) একটি মসজিদে বিস্ফোরণ হল। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার ছিল গতকাল। বিস্ফোরণের জেরে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও ২০ জন। তালিবানের মুখপাত্র জানিয়েছেন, পশ্চিম কাবুলের খালিফা আগা গুল জান মসজিদে বিস্ফোরণ হয়। এখনও অবধি হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী।
জানা গিয়েছে, রমজান মাসের শেষ শুক্রবার হওয়ায়, কাবুলের মসজিদে প্রার্থনা করতে হাজির হয়েছিলেন শয়ে শয়ে মানুষ। প্রার্থনা চলাকালীনই আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা মসজিদ। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের গোটা এলাকা কেঁপে ওঠে। এখনও অবধি ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
তালিবানের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র মহম্মদ নাফি তাকর জানান, গোটা ঘটনা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। বিস্ফোরণের খবর পাওয়ার পরই তালিবানের নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে। এখনও অবধি বিস্ফোরণের কারণ জানা যায়নি। কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীও হামলার দায় স্বীকার করেনি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা এলাকা কেঁপে ওঠে। কিছুক্ষণের মধ্যে কাবুলের ওই সরু গলিতে অ্যাম্বুল্যান্সের লম্বা লাইন পড়ে যায়। একের পর এক মৃতদেহ বের করে আনা হয়। রক্তাক্ত অবস্থাতেই মসজিদ থেকে কোনওমতে বেরোন আহতরা।
উল্লেখ্য, ২০২১ সালের ১৫ অগস্ট তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই লাগাতার হামলা চলছে। সম্প্রতি একাধিক জায়গায় মসজিদগুলিকে নিশানা বানিয়ে হামলা চলেছে। গত সপ্তাহেও আফগানিস্তানের মাজার-ই-শরিফে একটি মসজিদে বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছিল। এই সমস্ত হামলার পিছনে ইসলামিক স্টেট খোরাসান বা আইএস-কে জড়িত বলেই মনে করা হচ্ছে।