AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Russian Missile Strike in Ukraine: রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ, রাশিয়ার মিসাইল হামলায় মৃত ইউক্রেনের ২১ নাগরিক

Russian Missile Strike in Ukraine: হামলার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় ভলোদিমির জেলেনস্কি লেখেন, "শুধুমাত্র দুর্বৃত্তরা এমন হামলা চালায়। সাধারণ মানুষের প্রাণ নেয়।" তিনি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যেখানে দেখা যায়, মাটিতে মৃতদেহ পড়ে রয়েছে। রাস্তায় দুমড়ে-মুচড়ে পড়ে রয়েছে একটি বাস। পুড়ে যাওয়া একটি গাড়িও পড়ে রয়েছে।

Russian Missile Strike in Ukraine: রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ, রাশিয়ার মিসাইল হামলায় মৃত ইউক্রেনের ২১ নাগরিক
ইউক্রেনে মিসাইল হানা রাশিয়ার। (ফাইল ফোটো)Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Apr 13, 2025 | 6:07 PM

কিয়েভ: তিন বছরের বেশি সময় ধরে দুই দেশের লড়াই চলছে। দুই দেশের শাসকই যুদ্ধবিরতি চাইছেন। তারই মধ্যে ইউক্রেনে ব্যালিস্টিক মিসাইল হামলা চালাল রাশিয়া। রবিবার উত্তর ইউক্রেনের সুমি শহরে এই মিসাইল হামলায় কমপক্ষে ২১ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৮৩ জন। এই হামলার তীব্র নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে সরব হওয়ার জন্য আন্তর্জাতিক মঞ্চের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

হামলার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় জেলেনস্কি লেখেন, “শুধুমাত্র দুর্বৃত্তরা এমন হামলা চালায়। সাধারণ মানুষের প্রাণ নেয়।” তিনি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যেখানে দেখা যায়, মাটিতে মৃতদেহ পড়ে রয়েছে। রাস্তায় দুমড়ে-মুচড়ে পড়ে রয়েছে একটি বাস। পুড়ে যাওয়া একটি গাড়িও পড়ে রয়েছে। জেলেনস্কি আরও লেখেন, “রবিবার মানুষ যখন চার্চে যাচ্ছিলেন, তখন এই হামলা চালানো হয়েছে।”

ইউক্রেনের অভ্যন্তরীণ মন্ত্রী ইহোর লিমেনকো বলেন, সাধারণ মানুষ যখন রাস্তায় বেরিয়েছিলেন, তখন এই হামলা চালানো হয়। কেউ বাসে ছিলেন, কেউ গাড়িতে ছিলেন। পাশের বহুতলও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলা নিয়ে রাশিয়ার তরফে এখনও কোনও বক্তব্য রাখা হয়নি।

রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তিচুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইক ২ দিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেন্ট পিটার্সবার্গে বৈঠক করেছেন। এই বৈঠকের ২ দিন পরই ইউক্রেনে এই হামলাকে সন্ত্রাসবাদী হামলা বলে বর্ণনা করে জেলেনস্কি বলেন, এই আগ্রাসীর উপর চাপ তৈরি না করলে শান্তি অসম্ভব। শুধু আলোচনা করে ব্যালিস্টিক মিসাইল ও বোমা বর্ষণ বন্ধ হবে না। রাশিয়ার উপর চাপ তৈরির জন্য আমেরিকা ও ইউরোপের কাছে আবেদন জানান তিনি।