হিন্দুদের মুছে ফেলতে উঠে পড়ে লেগেছে বাংলাদেশ? উদ্বেগে ব্রিটিশ সাংসদরাও, জারি হল ভ্রমণে সতর্কতা

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 04, 2024 | 9:35 AM

UK Parliament: কনজারভেটিভ পার্টির সাংসদ প্রীতি পটেলও বাংলাদেশের পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন। সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার, ভাঙচুরের ঘটনার উদাহরণ তুলে তিনি বলেন, "নিয়ন্ত্রণের বাইরে হিংসার ছবি দেখছি আমরা।  অত্যন্ত ভয়ের সঙ্গে দেখছি কীভাবে বাংলাদেশে হিংসা ছড়িয়ে পড়ছে। আমরা আক্রান্তদের পাশে রয়েছি"।

হিন্দুদের মুছে ফেলতে উঠে পড়ে লেগেছে বাংলাদেশ? উদ্বেগে ব্রিটিশ সাংসদরাও, জারি হল ভ্রমণে সতর্কতা
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগে ব্রিটিশ সাংসদরা।
Image Credit source: PTI-X

Follow Us

লন্ডন: বাংলাদেশের পরিস্থিতি ও হিন্দুদের উপরে আক্রমণ নিয়ে শুধু ভারত নয়, উদ্বিগ্ন গোটা বিশ্বই। এবার ব্রিটেনের সংসদেও উঠল বাংলাদেশের ইস্যু। হিন্দুদের উপরে হামলা এবং হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হল। একইসঙ্গে বাংলাদেশে ভ্রমণে ব্রিটিশ নাগরিকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

সোমবারই ব্রিটিশ সংসদে লেবার পার্টির সাংসদ ব্যারি গার্ডেনার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জরুরি অধিবেশনের দাবি করেন। জবাবে ইন্দো-প্যাসিফিক রিজিওনের ফরেন অফিস ইনচার্জ ক্যাথেরিন ওয়েস্ট জানান, তিনি গত মাসেই বাংলাদেশে গিয়েছিলেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের সঙ্গেও কথা বলেন।

তিনি বলেন, “রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে ভারত সরকারের উদ্বেগ সম্পর্কে আমরা অবহিত। ব্রিটিশ বিদেশ মন্ত্রক, কমনওয়েলথ পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। ধর্মীয় স্বাধীনতা, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে যে প্রভাব পড়ছে, তা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলা হবে।”

কনজারভেটিভ পার্টির সাংসদ প্রীতি পটেলও বাংলাদেশের পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন। সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার, ভাঙচুরের ঘটনার উদাহরণ তুলে তিনি বলেন, “নিয়ন্ত্রণের বাইরে হিংসার ছবি দেখছি আমরা।  অত্যন্ত ভয়ের সঙ্গে দেখছি কীভাবে বাংলাদেশে হিংসা ছড়িয়ে পড়ছে। আমরা আক্রান্তদের পাশে রয়েছি”।

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি জানতে চান ব্রিটিশ সরকার এই বিষয়ে কী পদক্ষেপ করছে?

বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রেখেই রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের মতো এলাকায় ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Next Article