Bangladesh: ‘…জ্বলবে আগুন ঘরে ঘরে’, এখনও হাসিনাকে চায় বাংলাদেশ!

Aug 12, 2024 | 9:08 PM

Bangladesh: এ দিনের এই মিছিলটি খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ হাসিনা দেশ ছাড়ার পর এই প্রথম কোনও কর্মসূচি পালন করল আওয়ামী লিগ। হাজার-হাজার আওয়ামী কর্মী সমর্থ থেকে শুরু করে আলফাডাঙার ছটি ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধি অংশ নেন বিক্ষোভ কর্মসূচিতে।

Bangladesh: ...জ্বলবে আগুন ঘরে ঘরে, এখনও হাসিনাকে চায় বাংলাদেশ!
শেখ হাসিনা

Follow Us

ঢাকা: এক সপ্তাহ কেটেছে। বাংলাদেশ ছেড়েছে আওয়ামী লিগ সভাপতি তথা সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই কার্যত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। এবার প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে মিছিল বের করল আওয়ামী লীগ। বাংলাদেশের সময় অনুযায়ী, সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ আলফাডাঙা জেলার ডাকবাংলো-সংলগ্ন উপজেলা আওয়ামী লিগের কার্যালয় থেকে মিছিলটি বের হয়।

এ দিনের এই মিছিলটি খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ হাসিনা দেশ ছাড়ার পর এই প্রথম কোনও কর্মসূচি পালন করল আওয়ামী লিগ। হাজার-হাজার আওয়ামী কর্মী সমর্থ থেকে শুরু করে আলফাডাঙার ছটি ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধি অংশ নেন বিক্ষোভ কর্মসূচিতে। উল্লেখ্য, হাসিনা দেশ ছেড়ে ভারতে আসার পরই অভিযোগ ওঠে আওয়ামী লিগের নেতাদের উপর অত্যাচারের। দেখা যায়, একাংশ নেতা ভয়ে ভারতে এসে আশ্রয়ও নেন। কারও বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে, তো কাউকে মারধর করার অভিযোগ ওঠে। এরপর আজ আওয়ামী লিগের এই মিছিল কার্যত প্রশ্ন তুলছে তাহলে কি এখনও হাসিনাকে চায় বাংলাদেশ?

আজ বিক্ষোভকারীরা জোরাল কণ্ঠে স্লোগান দেন, “একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার” কখনও তাঁরা বলেন, “শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” কখনও বা তাঁদের বলতে শোনা যায়, “শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে।” তবে শুধু আলফাডাঙা নয়, এ দিন গোপালগঞ্জের ব্যাংকপাড়া আওয়ামী কার্যালয় থেকেও একটি মিছিল বের হয়।

প্রসঙ্গত, গত ৮ই জুলাই নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস সে দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। রাত্রি ৯টায় হয় শপথ অনুষ্ঠান। ইউনুসকে প্রধান করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা বা উপদেষ্টা মণ্ডলী তৈরি করা হয়েছে। তালিকায় রয়েছেন দুই ছাত্রও। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠান হয়।

Next Article