আগে তো ঘর সামলাক, তারপরে ভারতে হামলা! পাক সেনাকেই উড়িয়ে দিল বালোচ আর্মি, নিহত ১২
Pakistan: মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের মাচ এলাকা দিয়ে সেনাবাহিনীর গাড়ি যাওয়ার সময় রিমোট কন্ট্রোল আইইডি দিয়ে বিশাল বিস্ফোরণ ঘটানো হয়।

ইসলামাবাদ: অপারেশন সিঁদুরের পর ভারতের থেকে জঙ্গিদের প্রতিটি ফোঁটা রক্তবিন্দুর বদলা নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তবে সেটা মুখের বড় বুলিই। বাস্তবে পাকিস্তানের চিত্রটাই আলাদা। বড় খারাপ সময় যাচ্ছে পাকিস্তানের। ঘরে-বাইরে সবদিকেই বিপদ। ভারতের প্রত্যাঘাতের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পাকিস্তানের গভীর ক্ষতে নুন-লঙ্কার গুঁড়ো ছেড়াল বালুচ আর্মি। আইইডি বিস্ফোরণে পাকিস্তানি সেনাবাহিনীর গাড়ি উড়িয়ে দেয় বিদ্রোহী বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ। বিস্ফোরণে ১২ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের মাচ এলাকা দিয়ে সেনাবাহিনীর গাড়ি যাওয়ার সময় রিমোট কন্ট্রোল আইইডি দিয়ে বিশাল বিস্ফোরণ ঘটানো হয়। বালুচ লিবারেশন আর্মির স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশনস স্কোয়াড এই হামলার নেপথ্যে ছিল।
#BREAKING: Baloch Liberation Army’s Special Tactical Operations Squad (STOS) targeted a Pakistan Army vehicle in a remote controlled IED attack in Mach Kund Area of Bolan, while they were preparing military operation. 12 Pakistan Army soldiers neutralised by BLA. pic.twitter.com/2nd3Z9mo9D
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) May 7, 2025
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বালুচ আর্মির হামলার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই ফুটেজে দেখা যাচ্ছে যে বিস্ফোরণের পর গাড়িতে থাকা পাক সেনারা কয়েক মিটার বাতাসে উড়ে যায়। নিমেষে তাদের দেহ টুকরো টুকরো হয়ে যায়।
পাকিস্তানি সেনাবাহিনীও এই হামলার কথা স্বীকার করে নিয়েছে, তবে তাদের দাবি, আইইডি বিস্ফোরণে ৮ সেনার মৃত্যু হয়েছে। হামলাকারীদের ধরতে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। মৃতদের মধ্যে ৬ জন মেজর র্যাঙ্কের অফিসার ছিলেন।
জানা গিয়েছে, বোলানে আমির পোস্ট ও আলি খান বেসের মাঝামাঝি রাস্তায় আইইডি বিস্ফোরণে সেনা গাড়িটি উড়ে গিয়েছে। তল্লাশি অভিযান চলাকালীনই এই আইইডি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মৃত্যু হয়েছে পাক কমান্ডার তারেক ইমরানের। এর আগে গত রবিবারই পাক সেনার আরও এক অফিসার আমজাদ আবাবাকিকে মেরে ফেলে বালোচ লিবারেশন আর্মি।
প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরেই বালুচিস্তান উত্তপ্ত। পাকিস্তান বাহিনীর উপরে তারা বারবার আঘাত হানছে। গত মার্চ মাসেই কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস অপহরণ করে নেয় বালুচ লিবারেশন আর্মি। সংঘর্ষে অনেক পাকিস্তানি সেনাও নিহত হয়। এরপরও একাধিকবার সেনার কনভয় বা গাড়িতে হামলা চালিয়েছে বালুচ লিবারেশন আর্মি।

