Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan: ভয়ঙ্কর ঘটনা! অপহরণ হয়ে গেল পাকিস্তানের যাত্রীসুদ্ধ একটা ট্রেন

Pakistan: এক বিবৃতিতে জঙ্গি সংগঠন বিএলএ জানিয়েছে, পাকিস্তান সেনার ৬ জওয়ানকে খতম করে ট্রেনটি নিজেদের কব্জায় নিয়েছে তারা। জানা গিয়েছে, জাফর এক্সপ্রেস বালোচিস্তান প্রদেশের কোয়েত্তা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে যাচ্ছিল।

Pakistan: ভয়ঙ্কর ঘটনা! অপহরণ হয়ে গেল পাকিস্তানের যাত্রীসুদ্ধ একটা ট্রেন
একশোর বেশি পণবন্দিকে উদ্ধার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীImage Credit source: X handle
Follow Us:
| Updated on: Mar 11, 2025 | 5:12 PM

বালোচিস্তান: পাকিস্তানের বালোচিস্তানের ট্রেন অপহরণ জঙ্গিদের। পাকিস্তানের ৬ সেনাকর্মীকে নিকেশ করে জাফর এক্সপ্রেস অপহরণ করা হয়েছে। পণবন্দি করা হয়েছে একশোর বেশি যাত্রীকে। অপহরণের দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) নামে একটি জঙ্গি সংগঠন।

এক বিবৃতিতে জঙ্গি সংগঠন বিএলএ জানিয়েছে, পাকিস্তান সেনার ৬ জওয়ানকে খতম করে ট্রেনটি নিজেদের কব্জায় নিয়েছে তারা। জানা গিয়েছে, জাফর এক্সপ্রেস বালোচিস্তান প্রদেশের কোয়েত্তা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে যাচ্ছিল। ৯ বগির ট্রেনটিতে প্রায় ৪০০ যাত্রী ছিলেন। বোলানের মাশকফে হামলা চালায় জঙ্গিরা। ওই বিবৃতিতে বিএলএ জানিয়েছে, তাদের মুক্তিযোদ্ধরা বোলানে রেলপথ উড়িয়ে দেয়। যার জেরে ট্রেনটি থামতে বাধ্য হয়। তারপরই ট্রেনের দখল নেয় তারা।

পাকিস্তান প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে জঙ্গি সংগঠনটি জানিয়েছে, পণবন্দিদের মুক্ত করে যদি কোনও সেনা অভিযান চালানো হয়, তার পরিণতি ভয়ঙ্কর হবে। সেক্ষেত্রে সব পণবন্দিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তার দায় পাকিস্তান সেনাকে নিতে হবে। এদিকে, জঙ্গি সংগঠনটি ট্রেনটির দখল নেওয়ার পরই তৎপর হয়েছে প্রশাসন। বালোচিস্তান প্রশাসন সব সরকারি সংস্থাকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। হাসপাতালগুলিতে যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। জানা গিয়েছে, পাকিস্তানের সেনা বোলানের মুশকোয়াফ এলায় পৌঁছে গিয়েছে।

পাকিস্তান থেকে আলাদা হয়ে পৃথক বালোচিস্তান রাষ্ট্রের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করছে বিএলএ। পাকিস্তান সরকারের বিরুদ্ধে লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে তারা। এবার ট্রেন অপহরণ করল। কিন্তু, এখনও পর্যন্ত কোনও দাবি জানায়নি এই জঙ্গি সংগঠনটি। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে কোয়েত্তা রেলওয়ে স্টেশনে আত্মঘাতী বিস্ফোরণে ২৬ জনের মৃত্যু হয়েছিল। ৬২ জন জখম হন।