ঢাকা: বাংলার চিকেন্স নেকে নজরদারি ড্রোন মোতায়েন করল প্রতিরক্ষামন্ত্রক। আর তারপরেই ভারতকে কড়া হুঁশিয়ারি বাংলাদেশের কট্টরপন্থী নেতার। চিকেন্স নেক বন্ধ করার হুমকি দিলেন আনসার আল ইসলাম প্রধান জসিমউদ্দিন রহমানির।
কে এই জসিমউদ্দিন রহমানি?
বাংলাদেশের কট্টরপন্থী নেতাদের মধ্যে অন্যতম জসিমউদ্দিন। আলকায়দার বাংলা সংগঠন, আনসারুল্লা বাংলা টিমে আধ্যাত্মিক গুরু ও প্রধান তিনি। সম্প্রতি, রাজীব হায়দার হত্যা মামলায় জেলমুক্ত হয়েছেন এই কট্টরপন্থী নেতা। আর তারপরেই ভারতের বিরুদ্ধে আসরে নেমেছে জঙ্গিনেতা। ২০১৩ সালে হত্যা মামলায় বাংলাদেশের বরগুনা থেকে গ্রেফতার করা হয় তাকে। ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠনের পরেই জামিন পান তিনি।
জঙ্গি নেতার বড় বড় দাবি
ইউনূস আমলে জেলমুক্তির পরে কার্যত মুখে বুলি ফিরেছে জঙ্গি নেতা, এমনটাই বলছেন একাংশ। আর সেই সূত্র ধরেই ভারতকে দিয়ে চলেছেন ফাঁপা হুঁশিয়ারি। এদিন তিনি বলেন, ‘ভারতকে সাবধান করছি। বাংলাদেশের দিকে খবরদার কুনজর দেবে না। বাংলাদেশ, নেপাল কিংবা ভুটান নয়! এদিকে চোখ তুলে তাকালে সেই চোখ উপড়ে ফেলা হবে। যদি বাংলাদেশের দিকে এক পা বাড়়াও, আমরা চিনকে বলে দেব, সেভেন সিস্টার, চিকেন্স নেক বন্ধ করে দেব।’
উল্লেখ্য, সমাজমাধ্যমজুড়ে বেশ উত্তেজনা তৈরি করেছে জঙ্গি নেতা বক্তব্য। এমনকী, মুর্শিদাবাদ থেকে ধৃত দুই জঙ্গির কাছেও একটি পেন ড্রাইভে মিলেছে এই ভিডিয়ো। পুলিশ সূত্রে খবর, জেল থেকে বেরিয়ে নিজের জাল বিস্তারের কাজে লেগে পড়েছে রহমানি। অসম-বাংলায় স্লিপার সেলকে চাঙ্গা করছে তারা।