Bangladesh: এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর

Rajib Khan | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 19, 2024 | 2:25 PM

Bangladesh: জানা গিয়েছে, গত ১ এপ্রিল হিমালয়ের শীতিধার চূড়া জয়ের জন্য রওনা দিয়েছিলেন বাবর। এ দিন সকাল সাড়ে আটটায় বাংলাদেশের পতাকা ওড়ান তিনি। চলতি বছরের ১ এপ্রিল নেপালের পৌঁছন বাবর। প্রয়োজনীয় জিনিস নিয়ে কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা দেন।

Bangladesh: এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর
বাবর আলি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বাংলাদেশ: মাউন্ট এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর আলি। পঞ্চম বাংলাদেশি হিসাবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন তিনি। বাংলাদেশি সময় সকাল সাড়ে আটটায় এভারেস্ট জয় করেন তিনি।

জানা গিয়েছে, গত ১ এপ্রিল হিমালয়ের শীতিধার চূড়া জয়ের জন্য রওনা দিয়েছিলেন বাবর। এ দিন সকাল সাড়ে আটটায় বাংলাদেশের পতাকা ওড়ান তিনি। চলতি বছরের ১ এপ্রিল নেপালের পৌঁছন বাবর। প্রয়োজনীয় জিনিস নিয়ে কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা দেন। সপ্তাখানেকের মধ্যে ট্রেকিং করে পৌঁছন এভারেস্টের বেস ক্যাম্পে। এরপর প্রায় দুমাস সময় লাগে শৃঙ্গের উচ্চতায় পৌঁছতে। বাবর আলি জয়ে কার্যত উচ্ছ্বসিত পরিবার।

৩৩ বছর বয়সী বাবর আলি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন। এরপর শুরু করেছিলেন ডাক্তারির পেশা। তবে থিতু হননি। চাকরি ছেড়ে দেন। দেশ-বিদেশ ঘোরেন। এর আগেও একাধিকবার বিভিন্ন পর্বত শৃঙ্গ জয় করেছেন তিনি। বাংলাদেশের পাঁচ কীর্তিমান পর্বতারোহী এভারেস্ট জয় করেছেন। প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট চূড়ায় ওঠেন মুসা ইব্রাহিম আর এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মহিলা নিশাত মজুমদার। এরপর একে একে এভারেস্ট জয় করেন এমএ মুহিত, ওয়াসফিয়া নাজরিন ও খালেদ হোসাইন।

Next Article