Bangladesh: ‘বিশ্ব ইজতেমায়’ উস্কানিমূলক মন্তব্য রুখতে কঠোর হাসিনা সরকার

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jan 10, 2023 | 3:34 PM

Bangladesh: বাংলাদেশের টঙ্গিতে বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়েছে। সেখানে কোনও ধর্মীয় বিভাজনমূলক কোনও বক্তব্য রুখতে তৎপর বাংলাদেশের প্রশাসন।

Bangladesh: ‘বিশ্ব ইজতেমায়’ উস্কানিমূলক মন্তব্য রুখতে কঠোর হাসিনা সরকার
ফাইল ছবি

Follow Us

ঢাকা: বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার (Dhaka) অদূরে টঙ্গিতে অনুষ্ঠিত হতে চলেছে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা। আগামী ১৩ জানুয়ারি এই ধর্মীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনের বিভিন্ন ধর্মীয় বক্তৃতায় যাতে কোনও হিংসাত্মক বক্তব্য উঠে না আসে তার জন্য কড়া বাংলাদেশ সরকার। এর পাশাপাশি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনও কোনও ধর্মীয় ও ইজতেমায় বিভাজনমূলক বক্তব্য না দেওয়ার আবেদন জানানো হয়েছে।

বিশ্ব ইজতেমা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতামূলকও প্রচার করছে ইসলামিক ফাউন্ডেশন। মঙ্গলবার ১০ জানুয়ারি ফাউন্ডেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে সরকারের হয়ে এই আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশে ইসলামিক রীতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ সংস্থা ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “টঙ্গির বিশ্ব ইজতেমা সুষ্ঠু এবং সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জুমার প্রাক-খুতবায় ও ওয়াক্তিয়া নামাজের আগে ও পরে মসজিদের মাইকে উস্কানিমূলক বক্তব্য পরিহার করার আহ্বান জানানো হচ্ছে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,”বাংলাদেশের সব মসজিদ পরিচালনা কমিটি, সম্মানিত ইমাম, খতিব, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও কর্মীদের এ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য নিয়মিত প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।” ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, এই ধর্মীয় সম্মেলন সফল করতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে হবে। প্রসঙ্গত, বাংলাদেশের টঙ্গিতে আগামী ১৩-১৫ জানুয়ারি প্রথম পর্ব এবং ২০-২২ জানুয়ারি দ্বিতীয় পর্বের সম্মেলন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত হজের পর বাংলাদেশের টঙ্গি তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত। এই সমাবেশে প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ মানুষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেন। অতিরিক্ত মানুষের অংশগ্রহণের ফলে গত কয়েক বছর ধরে দুটি পর্বে এই বিশ্ব ইজতেমার আয়োজন করছে বাংলাদেশ।

Next Article