AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কলকাতার বাজারে আলু ৪০ টাকা, বাংলাদেশে বিকোচ্ছে ১২০-তে! এই জন্যই কি শহর দখলের শখ?

Bangladesh Market Price: সবজি-পাতির কেমন দাম বাংলাদেশে? বাজারে আলুর দর ৯০ থেকে ১২০ টাকা প্রতি কেজি। পেঁয়াজের দাম ১২৫ টাকা। পুরনো আলুর দামও প্রতি কেজি ৮০ টাকা কমপক্ষে।

কলকাতার বাজারে আলু ৪০ টাকা, বাংলাদেশে বিকোচ্ছে ১২০-তে! এই জন্যই কি শহর দখলের শখ?
ফাইল চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Dec 15, 2024 | 12:51 PM
Share

ঢাকা: যুদ্ধ জিগির তুলছে বাংলাদেশ। প্রতিবেশী হিসাবে ভারত বরাবরই যেখানে বাংলাদেশকে সাহায্য করে গিয়েছে, সেখানেই ওপার বাংলা থেকে পরিস্থিতি উত্তপ্ত করতে বাংলা, বিহার, ওড়িশা দখল করার হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু মুখে বড় বড় বুলি দিয়ে তো আর পেট ভরে না। পাতে ভাত-ডালটুকু জোগাতেও নির্ভর করে থাকতে হয় ভারতের উপরই। চাল থেকে আলু, পেঁয়াজ-সবই আমদানি করা হচ্ছে ভারত থেকে। তাতেও বা স্বস্তি কই? বাংলাদেশের বাজারে জ্বলছে আগুন। শাক-সবজি কেনাই দায়!

সবজি-পাতির কেমন দাম বাংলাদেশে? বাজারে আলুর দর ৯০ থেকে ১২০ টাকা প্রতি কেজি। পেঁয়াজের দাম ১২৫ টাকা। পুরনো আলুর দামও প্রতি কেজি ৮০ টাকা কমপক্ষে।

যে কলকাতা দখলের দিবাস্বপ্ন দেখছে বাংলাদেশিরা, সেখানে আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪০ টাকা। সেটাই বাংলাদেশে দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দামও দ্বিগুণ। কলকাতায় ৬০-৭০ টাকায় পেঁয়াজ পাওয়া যাচ্ছে, সেখানেই বাংলাদেশে পেঁয়াজের দাম অন্তত ১২৫ টাকা।

শুধু আলু-পেঁয়াজ নয়, ডিমের দাম তো আরও বেশি। কলকাতায় যেখানে ৭ থেকে ৮ টাকায় ডিম পাওয়া যায়, সেখানে বাংলাদেশের বাজারে ডিম বিক্রি হচ্ছে ১২ টাকা বা তারও বেশি দামে। সয়াবিন তেলের দাম  লিটার প্রতি ১৫৭ টাকায় পৌঁছেছে।

উত্তপ্ত পরিস্থিতি, দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছে। এতে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। কারণ রাজায় রাজায় যুদ্ধ হলেও, প্রাণ যাবে তাদেরই। না খেতে মরতে হবে। অগ্নিমূল্য বাজারে প্রতিদিনই তাদের খালি হাতে ফিরতে হচ্ছে। তাদের কথায়, “সংসার চলে না। দু’মুঠো চাল জোগাতেই প্রাণ ওষ্ঠাগত। সবজির দিকে তাকানোও যাচ্ছে না।”