Bangladesh: জুলাইয়ের ‘শক্তি’ ফের দেখাতে চান বাংলাদেশের ছাত্র সমন্বয়করা, আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে হুঁশিয়ারি
Bangladesh: কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আগামী ৩১ ডিসেম্বর নাৎসি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। ইতিমধ্যে জবাবও দিয়েছেন আওয়ামী লীগের নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা: জুলাইয়ের শুরু থেকে কোটা সংস্কার আন্দোলন। উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। মাসখানেক পর প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিতে হয় শেখ হাসিনাকে। জুলাইয়ের সেই ‘শক্তি’ ফের দেখাতে চান বাংলাদেশের ছাত্র সমন্বয়করা। আগামী ৩১ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়করা নতুন ঘোষণাপত্র পেশ করবেন। শেখ হাসিনার আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার হুঁশিয়ারিও দিলেন তাঁরা।
রবিবার সাংবাদিক বৈঠক করে ছাত্র সমন্বয়করা জানালেন, আগামী ৩১ ডিসেম্বর নতুন ঘোষণাপত্র প্রকাশ করা হবে। ছাত্র ও জনতার উপস্থিতিতে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রাতিষ্ঠানিক স্বীকৃতির দাবিতে সেই দিন জাতীয় শহিদ মিনার থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এদিন বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে সমন্বয়করা বলেন, ওই দিন শহিদদের পরিবার ও আহতরা তাঁদের আকাঙ্ক্ষার কথা বলবেন। একই সঙ্গে শহিদ মিনারে সমবেত হবেন জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তি।
আগামী নির্বাচন, রাষ্ট্রসংস্কার ও জুলাই বিপ্লবে গণহত্যাকারীদের বিচার সহ নতুন প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফল নিয়েই এই ঘোষণাপত্র বলে জানানো হয়। কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আগামী ৩১ ডিসেম্বর নাৎসি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। ৭২-এর মুজিববাদের সংবিধানকেও শেষ করা হবে।
এই খবরটিও পড়ুন
ছাত্র সমন্বয়ক সারজিস আলম বলেন, আগামী ৩১ ডিসেম্বর বেলা তিনটায় কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠান করে এ ঘোষণাপত্র প্রকাশ করবেন তাঁরা। এর আগে গতকাল (শনিবার) সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজে পরপর একই ধরনের দুটি পোস্ট দেওয়া হয়। প্রথম পোস্টে লেখা হয়, ‘৩১ ডিসেম্বর ২০২৪, বিপ্লবীরা প্রস্তুত তো?’ পরের পোস্টে ইংরেজিতে লেখা হয়, ‘প্রক্লেমেশন অব জুলাই রেভল্যুশন’। কাছাকাছি সময়ে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পরপর ইংরেজিতে দুটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রথমটিতে লেখা হয়, ‘কমরেডস, নাউ অর নেভার’, দ্বিতীয়টিতে লেখা হয়, ‘প্রক্লেমেশন অব জুলাই রেভল্যুশন’।
শেষপর্যন্ত এই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে এদিন সাংবাদিক বৈঠক করেন ছাত্র সমন্বয়করা। আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথাও বলেন তাঁরা। তবে এদিনই নিউইয়র্কে আওয়ামী লীগের এক সভায় অডিয়ো বার্তা শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগকে একেবারে শেষ করে দেবে, সেটা কেউ পারবে না।