Bangladesh: হাসিনা যেতেই কপাল খুলল বাংলাদেশের! ২,০০,০০০,০০০ ডলার দিচ্ছে বিশ্ব ব্যাঙ্ক
Bangladesh Financial Aid: এর আগে আমেরিকাও বাংলাদেশকে আর্থিক সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। দুই দেশের মধ্যে “ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ট এগ্রিমেন্ট (DOAG)” চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর অধীনে বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা।
ঢাকা: সরকার বদলাতেই ভাগ্য বদলাচ্ছে বাংলাদেশের (Bangladesh)? দু’হাত উজাড় করে বাংলাদেশকে ভরিয়ে দেওয়া হচ্ছে। আমেরিকার পর এবার বাংলাদেশের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল বিশ্ব ব্যাঙ্ক। জানা গিয়েছে, বাংলাদেশকে ২ বিলিয়ন ডলারের আর্থিক সাহায্য দিতে পারে বিশ্ব ব্যাঙ্ক (World Bank)। চলতি অর্থবর্ষেই এই বিপুল অর্থ সাহায্য করতে পারে বিশ্ব ব্যাঙ্ক। কিন্তু কেন হঠাৎ বাংলাদেশকে এত টাকা দিচ্ছে বিশ্ব ব্যাঙ্ক?
জানা গিয়েছে, বাংলাদেশে গুরুত্বপূর্ণ সংস্কার, বন্যা পরিস্থিতি মোকাবিলা, বায়ুর মান এবং স্বাস্থ্য পরিষেবার উন্নত করার জন্য ২ বিলিয়ন ডলার অর্থ সাহায্য করতে পারে বিশ্ব ব্যাঙ্ক। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রতিশ্রুতি দেন বিশ্ব ব্যাঙ্কের আঞ্চলিক পরিচালক আবদৌলায সেক। বাংলাদেশকে যাতে অর্থনৈতিক সঙ্কট থেকে বের করে আনা যায়, তার জন্যই এই অর্থ সাহায্য করা হবে জানানো হয়েছে। বিশ্ব ব্যাঙ্ক বাংলাদেশকে ঋণ প্রদানের পরিমাণ বাড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ, এই আশ্বাসও দেন।
মহম্মদ ইউনূসও এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই অর্থ সাহায্যের কথা জানিয়েছেন।
প্রসঙ্গত, এর আগে আমেরিকাও বাংলাদেশকে আর্থিক সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। দুই দেশের মধ্যে “ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ট এগ্রিমেন্ট (DOAG)” চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর অধীনে বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা। বাংলাদেশের অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই অর্থ দেশের যুব প্রজন্মের কল্যাণ, স্বাস্থ্য পরিষেবার উন্নতি ও ব্যবসার সুযোগ বৃদ্ধিতে ব্যবহার করা হবে।