ঢাকা: ‘মেড ইন ইন্ডিয়া’ টিকা আবিস্কারের পরই একাধিক প্রতিবেশী দেশে টিকা সরবরাহ করেছিল ভারত। বর্তমানে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দেশ নিজেই অক্সিজেন, ওষুধ ও টিকা সঙ্কটে ভুগছে। ভারতের এই পরিস্থিতিতে বিশ্বের নানা দেষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ব্যতিক্রমণ রইল না বাংলাদেশও। আগামী সপ্তাহের মধ্যেই রেমডিসিভির সহ একাধিক চিকিৎসা সামগ্রী ভারতে পাঠাতে চলেছে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন সে দেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেন।
সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকে দেশজুড়ে করোনা চিকিৎসায় ব্যবহৃত রেমডিসিভিরের ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সেরেন জানিয়েছিলেন, কেন্দ্রের অনুমতি পেলেই তিনি বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করে রেমডিসিভির আমদানি করার ব্যবস্থা করবেন। কেন্দ্রের তরফে সেই আবেদনের কোনও জবাব না মিললেও বাংলাদেশ নিজেই জানিয়েছে, এই যুদ্ধা ভারতের পাশে থাকতে রেমডিসিভির সরবরাহে প্রস্তুত।
বৃহস্পতিবার বাংলাদেশের বিদেশ সচিব বলেন, “ভারত আমাদের কাছ থেকে রেমডিসিভির চেয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই আমরা তা পাঠানোর ব্যবস্থা করছি।”
সূত্র অনুযায়ী, বাংলাদেশ বিদেশমন্ত্রকের তরফে বুধবারই জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে ১০ হাজার রেমডিসিভির ইঞ্জেকশন, অ্যান্টি ভাইরাল ওষুধ, ৩০ হাজার পিপিই কিট ও কয়ের হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন সি ও অন্যান্য ওষুধ পাঠানো হচ্ছে। আপাতত ২৫বএপ্রিল অবধি ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রাখা হবে সংক্রমণ নিয়ন্ত্রণে।
আরও পড়ুন: হাতে টিকা নিতে ভয়? দেহের এই অংশে করোনা টিকা নিলেও সম্পূর্ণ সুরক্ষিত থাকবেন আপনি