কক্সবাজার: বাংলাদেশের কক্সবাজারে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, কক্সবাজারের পেকুয়া উপজেলায় লুডো খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সামান্য এই বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনা আব্দুল মালেক নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে ছুরি মেরে হত্যা করা হয়েছে বলেই জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ১০টা নাগাদ গনামা ইউনিয়নে এক চায়ের দোকানে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তি স্থানীয় বাসিন্দা বলেই জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, লুডো খেলা নিয়ে আব্দুল মালেকের ছেলে পারভেজের সঙ্গে হেনা নামে স্থানীয় এক বাসিন্দার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়েছিল। আব্দুল ও হেনার বাবা নুরুল আমিন চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে আসেন এবং নিজের ছেলেদের থামানোর চেষ্টা করতে শুরু করেন। কিন্তু সেই সেই সময় আব্দুল ও নুরুলের মধ্যে তর্কাতর্কি শুরু হয়েছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই আব্দুলকে ছুরি দিয়ে আঘাত করে হেনা ও তাঁর বাবা নুরুল।
ছুরি মেরেই ঘটনাস্থল থেকে তারা চম্পট দেয়। আহত আব্দুলকে স্থানীয়রা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, নিহত আব্দুল মালেকে বুকে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে এমনকী তাঁর বুকেও আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় আহত আরও ৩ জনের হাসপাতালে চিকিৎসা চলছে।
পেকুয়া থানার পুলিশ জানিয়েছে, হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত হবে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।