ঢাকা: পদ্মা সেতুতে মোটরবাইক চলাচল শুরু হয়েছে সবে দু-মাস পূর্ণ হয়েছে। এর মধ্যেই রাজকোষে ঢুকেছে মোটা অঙ্কের টাকা। কেননা মাত্র ৬৮ দিনে পদ্মা সেতুতে মোটরবাইক পারাপার হয়েছে ৩ লক্ষ ৩৮ হাজার ৩২৭টি। শনিবার রাত ১২টা পর্যন্ত হিসাব অনুসারে এই তথ্য দিয়েছে সেতু কর্তৃপক্ষ (বিবিএ)।
বিবিএ-র তথ্য অনুযায়ী, গত বছরের ২৬ জুন পদ্মা সেতুতে যান চলাচল শুরু হয়। সেদিনই মোটরবাইক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়। যার জেরে সেতুতে মোটরবাইক চলাচল নিষিদ্ধ করা হয়। এরপর চলতি বছরের ২০ এপ্রিল থেকে ফের মোটরবাইক চলাচলের অনুমতি দেয় হাসিনা সরকার। সেতুর চালুর প্রথম দিন এবং ২০ এপ্রিল থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ৬৮ দিনে রেকর্ড সংখ্যক মোটরবাইক পারাপার হয়েছে পদ্মা সেতুতে।
জানা গিয়েছে, গত বছরের ২৫ জুন থেকে এক বছরে পদ্মা সেতুতে পারাপার হয়েছে মোট ৫৬ লক্ষ ৮৮ হাজার ৭৯৫টি যানবাহন। যার থেকে টোল আদায় হয়েছে মোট ৭৯৮ কোটি ২৩ লক্ষ ৯৬ হাজার ৬৫০ টাকা। সেতুতে দৈনিক গড়ে মোট ১৫ হাজার ৫৮৬টি যান পারাপার হয়েছে। ফলে পদ্মা সেতুতে দৈনিক টোল আদায়ের গড় পরিমাণ ২ কোটি ১৮ লক্ষ ৬৯ হাজার ৫৮০ টাকা। রবিবার, পদ্মা সেতু উদ্বোধনের বর্ষপূর্তিতে এমনই রিপোর্ট প্রকাশ্যে এসেছে।
আরও বিস্তারিতভাবে জানা যায়, এক বছরে পদ্মা সেতুতে পারাপার হয়েছে মোট ১৫ লক্ষ ১০ হাজার ২৯১টি প্রাইভেটকার ও জিপ। পিকআপ ভ্যান পারাপার হয়েছে ৫ লক্ষ ৫৩ হাজার ৫৯টি। মোট মাইক্রো বাস চলেছে ৬ লক্ষ ৯০ হাজার ২২৭টি। আর বাস পারাপার হয়েছে ১৫ লক্ষ ১২ হাজার ৬৪৬টি। ট্রাক চলেছে ১০ লক্ষ ৫৬ হাজার ৪৮টি। আর পণ্যবাহী ট্রলার চলেছে ২৮ হাজার ১৯৭টি।
প্রসঙ্গত, গত বছরের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেন। এদিন পদ্মা সেতুর বর্ষপূর্তিতে সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, রাষ্ট্রপতি ছাড়া সবাইকে টোল দিতে হবে পদ্মা সেতুতে।