ঢাকা: বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে থাকছে ইতিহাসের জানা অজানা অনেক তথ্য। বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ (মুজিব : দ্য মেকিং অব আ নেশন) চলচ্চিত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করতে এসে এমন কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সিনেমায় ইতিহাসের অনেক অজানা তথ্য ও নতুন অধ্যায় সম্পর্কে বাংলাদেশবাসী জানতে পারবে বলেও আশা শেখ হাসিনার।
বৃহস্পতিবার রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রিমিয়ার শোয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ হাসিনা। সেখানে তিনি বলেছেন, “এই চলচ্চিত্র দেখলে বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রাম সম্পর্কে অনেক কিছু জানান যাবে। ইতিহাস কেউ কখনও মুছে দিতে পারে না।” বঙ্গবন্ধুকন্যা ইতিহাস জানার জন্য চলচ্চিত্রটি সবাইকে দেখার জন্য অনুরোধও করেছেন।
দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর নির্মিত এই চলচ্চিত্র নিয়ে। এরই মধ্যেই ইউটিউবে প্রকাশ হয় বায়োপিকের ট্রেলার। এবার সেই অপেক্ষার প্রহর শেষ হল। আগামী কাল শুক্রবার বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘মুজিব : একটি জাতির রূপকার’। কিছুদিন পরে ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তি পাবে।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ভারতের চিত্রনির্মাতা শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দিন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ অভিনয় করেছেন। এই সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফিরদৌস আহমেদ, দিঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকির আহমেদ ও মিশা সওদাগর-সহ বাংলাদেশের শতাধিক শিল্পী। এই চলচ্চিত্রে অনেক অভিনেতা ও অভিনেত্রী অভিনয়ের জন্য কোনও পারিশ্রমিক নেননি।
ঢাকা: বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে থাকছে ইতিহাসের জানা অজানা অনেক তথ্য। বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ (মুজিব : দ্য মেকিং অব আ নেশন) চলচ্চিত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করতে এসে এমন কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সিনেমায় ইতিহাসের অনেক অজানা তথ্য ও নতুন অধ্যায় সম্পর্কে বাংলাদেশবাসী জানতে পারবে বলেও আশা শেখ হাসিনার।
বৃহস্পতিবার রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রিমিয়ার শোয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ হাসিনা। সেখানে তিনি বলেছেন, “এই চলচ্চিত্র দেখলে বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রাম সম্পর্কে অনেক কিছু জানান যাবে। ইতিহাস কেউ কখনও মুছে দিতে পারে না।” বঙ্গবন্ধুকন্যা ইতিহাস জানার জন্য চলচ্চিত্রটি সবাইকে দেখার জন্য অনুরোধও করেছেন।
দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর নির্মিত এই চলচ্চিত্র নিয়ে। এরই মধ্যেই ইউটিউবে প্রকাশ হয় বায়োপিকের ট্রেলার। এবার সেই অপেক্ষার প্রহর শেষ হল। আগামী কাল শুক্রবার বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘মুজিব : একটি জাতির রূপকার’। কিছুদিন পরে ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তি পাবে।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ভারতের চিত্রনির্মাতা শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দিন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ অভিনয় করেছেন। এই সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফিরদৌস আহমেদ, দিঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকির আহমেদ ও মিশা সওদাগর-সহ বাংলাদেশের শতাধিক শিল্পী। এই চলচ্চিত্রে অনেক অভিনেতা ও অভিনেত্রী অভিনয়ের জন্য কোনও পারিশ্রমিক নেননি।