কলকাতা: বাংলাদেশ ক্রিকেট এবং বিতর্ক নতুন নয়। তবে সেই বিতর্ক চাপাও পড়ে যায়। এ বারও সেই প্রত্যাশাই ছিল। ইংল্যান্ডের কাছে বিশাল হারের পর যেন এই বিতর্ক নতুন করে উঠে আসছে। কয়েক মাস আগে ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন তামিম ইকবাল। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে সিদ্ধান্ত বদলান। চোটের কারণে দ্রুত মাঠে ফেরা হয়নি। বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলেছে বাংলাদেশ। এরপরই বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা হয়। সবচেয়ে অবাক করা সিদ্ধান্ত, বাংলাদেশ ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার তামিম ইকবালের জায়গা না পাওয়া। তামিম জায়গা না পেলেও, তামিম তো পেয়েছেন। তাতে অবশ্য সমস্যা মিটছে না। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
একেকটা লো স্কোর, কেরিয়ারে সমস্যা বাড়াবে তরুণ ক্রিকেটার তানজিদ হাসানের। তাঁর পুরো নাম তানজিদ হাসান তামিম। বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটারের জায়গায় ওপেন করছেন এই তামিম। স্বাভাবিক ভাবেই প্রত্যাশার চাপও প্রবল। বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচই ধরমশালায় খেলেছে বাংলাদেশ। বাঁ হাতি পেসার রিস টপলির শিকার হওয়ার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর অবদান মাত্র ১ রান। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ১৩ বলে ৫ রান করেছিলেন। কেরিয়ারের প্রথম ছয় ইনিংসে তাঁর ব্যাটিং গড় ৬.৬৬। বাংলাদেশের ওপেনারদের মধ্যে সবচেয়ে খারাপ ব্যাটিং গড় এটাই। জায়গা ধরে রাখা খুবই কঠিন তামিমের।
বিশ্বকাপের বছরে ২১টি ওয়ান ডে খেলেছে বাংলাদেশ। এর মধ্যে সাতটি ভিন্ন ওপেনিং জুটি দেখা গিয়েছে। এ বারের এশিয়া কাপে গ্রুপ পর্বে লিটন দাস অসুস্থ থাকায় অভিষেক হয় তানজিদ হাসান তামিমের। লিটন ফিরতেই জায়গা হারান। তামিম ইকবাল বিতর্কের মাঝে নির্বাচকদের নজরে পড়েন তানজিদ। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে তামিম ইকবালও তানজিদকে নিয়ে অনেক প্রশংসা করেছেন। স্বাভাবিক ভাবেই নির্বাচকরা তানজিদকে নিয়ে আরও ভরসা পায়। কিন্তু এই তরুণ ওপেনার একের পর এক ম্যাচে রান পাওয়ায় চাপ বাড়ছে।
এশিয়া কাপে মেকশিফ্ট ওপেনার হিসেবে দেখা গিয়েছিল মেহদি হাসান মিরাজকে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট হয়তো সেই পথেও হাঁটতে পারে। তামিম ইকবাল বিশ্বকাপে জায়গা না পাওয়ায় নানা প্রশ্নের মুখে পড়েছে বাংলাদেশ। তানজিদ ব্যর্থ হলে আরও প্রশ্ন উঠবে।