ICC ODI World Cup 2023: বিরাটের মাঠে নবীনের প্রতিপক্ষ গ্যালারিও!

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Oct 11, 2023 | 9:00 AM

Virat Kohli: নবীন যেখানেই যান না কেন তাঁর পিছন ছাড়ে না এই রব। এবার দিল্লি, অর্থাৎ কোহলির ঘরের মাঠে খেলা। পরিস্থিতি আফগান পেসারের জন্য় যে কঠিন হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না

ICC ODI World Cup 2023: বিরাটের মাঠে নবীনের প্রতিপক্ষ গ্যালারিও!
বিরাট কোহলি ও নবীন উল হক

Follow Us

নয়াদিল্লি: আইপিএলের (IPL)গত সংস্করণে চর্চায় উঠে এসেছিলেন আফগান পেসার নবীন উল-হক। ম্যাচ চলাকালীন বিরাট কোহলির সঙ্গে বিতর্কে জড়ান তিনি। কোহলির সঙ্গে শত্রুতার খেলায় মাতেন নবীন। সেই বিতর্ক শুধু বাইশ গজেই সীমাবদ্ধ ছিল না। জল গড়ায় অনেক দূর। ক্যালেন্ডারের পাতা ওল্টালেও ফ্যানেরা ভোলেননি কিং কোহলির সেই অপমান। নবীনকে দেখলেই ‘কোহলি-কোহলি’ বলে তাতায় ফ্যানেরা। এ বার কোহলির ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে খেলবেন নবীন। কী হতে চলেছে পরিস্থিতি?TV9 Bangla Sports-এর প্রতিবেদনে বিস্তারিত।

এই কাহিনির শুরুটা হয়েছিল আইপিএলে। লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যঙ্গালোরের ম্য়াচে বিতর্কে জড়িয়ে পড়েন এই দুই প্লেয়ার। দু’জনের মাঝে ঢুকে পড়েন নবীনের মেন্টর গৌতম গম্ভীরও। পরে কোহলিকে খোঁচা দিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করতে থাকেন নবীন। আর এতেই চটেছেন কোহলি ফ্যানরা। আইপিএলের পর আর মুখোমুখি হননি কোহলি-নবীন। সেই ঝামেলার পর এই প্রথম মুখোমুখি হবে তাঁরা। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে আফগানদের প্রথম ম্যাচে বাউন্ডারি ঘেঁষতেই তাঁকে দেখে সেই চেনা স্বরে ‘কোহলি-কোহলি’বলে চিৎকার করে ওঠে ফ্যানেরা। নবীন যেখানেই যান না কেন তাঁর পিছন ছাড়ে না এই রব। এবার দিল্লি, অর্থাৎ কোহলির ঘরের মাঠে খেলা। পরিস্থিতি আফগান পেসারের জন্য় যে কঠিন হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। যদিও এই তাতানি নাকি পছন্দ করেন নবীন, তা জানিয়েছেন নিজের মুখেই।

আফগান ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের বরাবরই সু-সম্পর্ক। এমনকি ভারতীয় ক্রিকেট প্রেমীরা উদার মনে সমর্থন করেন আফগান ক্রিকেটারদের। রশিদ খান, তরুণ ক্রিকেটার নুর আহমেদ, মহম্মদ নবি, মুজিব উর রহমানরা বরাবরি সম্মান পান ভারতে। কিন্তু আফগানিস্তানের এক ক্রিকেটার কেরিয়ারের শুরুতেই ভারতীয় ক্রিকেটে ব্যাড-বুকে নাম তুলে রেখেছেন। কোহলি ফ্যানেরা যেমন নবীনের পিছন ছাড়েন না, তেমন এই আফগান পেসারও যেন বিতর্ককে যেন জিইয়েই রাখতে চান। কোনও ম্যাচে কোহলি অসফল হলেই আমের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আম উপভোগ করছি।’ কালকের ম্যাচে নবীনকে দেখে কোহলি ফ্যানেরা কী করেন, তাই এখন দেখার।

Next Article