ঢাকা: বাংলাদেশের ঢাকার হাজারিবাগে এক অবাক করা ঘটনা ঘটেছে। সেখানকার এক রিসর্টে ১ নভেম্বরে পুল পার্টি ছিল। পুল পার্টি শেষে বাসে করে ফেরার সময় অংশগ্রহণকারীরা গাঁজা সেবন করে এবং তারপরই এক মহিলাকে উত্ত্যক্ত করার ঘটনায় দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু ঘির চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রাব্বি হুসেন।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এ কে এম হাফিজ আক্তার। পুলিশের ওই শীর্ষ আধিকারিক সাংবাদিকদের জানিয়েছে, বাসে গাঁজা সেবনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলমাল হয়। একজন মহিলাকে উত্ত্যক্ত করে আরেক পক্ষের সদস্যরা। ওই মহিলা বাস থেকে নেমে যাওয়ার পরই দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলমাল হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাব্বি হুসেন ছুরি নিয়ে অপর পক্ষের দিকে তেড়ে গিয়েছিল। কিন্তু অপর পক্ষের সদস্যরা ছুরি কেড়ে নিয়ে রাব্বি সহ আরও একজনকে আঘাত করে। ছুরি আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে রাব্বি। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ নভেম্বর রাতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাব্বির মৃত্যু হতেই সক্রিয় হয় ঢাকা পুলিশ। বুধবার ঢাকার হাজারিবাগ, মহম্মদপুর, লালবাগ ও কামরাঙ্গিরচর এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত ফারুক, জিতু ও জসিমকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে খুনের ঘটনায় জড়িত মোস্তফা, জোবায়ের ওরফে যুবরাজ ওরফে জয়, রোমান ও রাব্বি নামের আরেকজনকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ আধিকারিক সাংবাদিকদের জানিয়েছেন, জেরা মুখে ধৃত প্রত্যেকেই খুনের ঘটনায় তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। রাব্বি ছাড়া ছুরি আঘাতে আহত তরুণ শাওন হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু সে সঙ্কটমুক্ত। পুলিশ জানিয়েছে, প্রধান অভিযুক্ত ফারুকের নামে পুলিশের কাছে আগেও তিনটি মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বেশিরভাগই কারখানার কর্মচারী।