Bagladesh: পায়ুপথে বাতাস ঢুকিয়ে দিলেন সহকর্মীরা, নাইট ডিউটি শেষ হল দুঃস্বপ্নে

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jun 12, 2022 | 7:43 PM

Bangladesh: বাংলাদেশের গাজীপুর জেলার নিশ্চিন্তপুর এলাকার এক সুতো কারখানায় বিবাদের জেরে এক মহিলার পায়ুপথে কম্প্রেসর মেশিন দিয়ে হাওয়া ঢুকিয়ে দিল তাঁর সহকর্মীরা।

Bagladesh: পায়ুপথে বাতাস ঢুকিয়ে দিলেন সহকর্মীরা, নাইট ডিউটি শেষ হল দুঃস্বপ্নে
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

ঢাকা: অফিসের ফ্লোর কে পরিষ্কার করবে, তাই নিয়ে বিবাদের জেরে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হলেন এক সুতো কারখানার মহিলা কর্মী। অভিযোগ, এক পুরুষ এবং দুই মহিলা সহকর্মী মিলে তাঁকে জোর করে চেপে ধরে ভয়ানক অত্যাচার করেছেন। ওই মহিলা এবং তাঁর স্বামীর অভিযোগ, একটি কম্প্রেসর মেশিন দিয়ে তাঁর পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়া হয়। যার জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। চাঞ্চল্যকর এই অপরাধের ঘটনা ঘটেছে শনিবার ভোরে, বাংলাদেশের গাজীপুর জেলার নিশ্চিন্তপুর এলাকার এক কারখানায়। বর্তমানে ওই মহিলা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক।

বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলোর’ প্রতিবেদন অনুযায়ী, ওই মহিলার বাড়ি পাবনা জেলায়। নিশ্চিন্তপুরে শাহাবুদ্দিন টেক্সটাইল নামে এক সুতো তৈরির কারখানায় ফিনিশিং বিভাগে কাজ করেন তিনি। গত শুক্রবার (১০ জুন) তাঁর নাইট ডিউটি ছিল। সুতো কারখানায় দীর্ঘক্ষণ ধরে কাজ করলে শ্রমিকদের শরীরে তুলোর আঁশ লেগে যায়। সেই আঁশ পরিষ্কার করার জন্য কারখানায় একটি কম্প্রেসর মেশিন আছে, যা দিয়ে জোরে বাতাস বের হয়। ওই মেশিন দিয়ে শ্রমিকেরা তাঁদের শরীরে লেগে থাকা তুলোর আঁশও পরিষ্কার করেন আবার কারখানার ফ্লোরও পরিষ্কার করে থাকেন।

শুক্রবার, রাতভর কাজ করার পর, শনিবার সকালে ওই মহিলা কারখানা থেকে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযোগ, সেই সময় তাঁর সহকর্মীরা তাঁকে কম্প্রেসর মেশিন দিয়ে তুলো পরিষ্কার করার প্রস্তাব দিয়েছিলেন। মহিলা জানিয়েছিলেন, তাঁকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, তাই তুলো পরিষ্কার করবেন না। এরপর, প্রশ্ন ওঠে ফ্লোরের তুলো কে পরিষ্কার করবে, তাই নিয়ে। ওই মহিলা সম্ভবত ফ্লোরের তুলোও পরিষ্কার করতে অস্বীকার করেছিলেন। এই নিয়ে বিবাদ ক্রমে চরমে ওঠে।

এরপরই, তাঁর দুই মহিলা সহকর্মীরা তাঁকে চেপে ধরেন। আর পুরুষ সহকর্মীটি তাঁর পায়ুপথে কম্প্রেসর মেশিনের নলটি ঢুকিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। গোপনাঙ্গে জোরালো বাতাসের ধাক্কায়, গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন ওই মহিলা। কারখানার ভিতরেই নেতিয়ে পড়েছিলেন তিনি। অবস্থা বেগতিক দেখে তাঁকে স্থানীয় এক হেলথ ক্লিনিকে নিয়ে যায় অভিযুক্ত সহকর্মীরা। চিকিৎসা চলাকালীনই অভিযুক্তরা সেখান থেকে চম্পট দেয়। খবর পেয়ে তাঁর স্বামী ও পরিবারের সদস্যরা ওই ক্লিনিকে যান। সেখান থেকে তাঁরা ওই মহিলাকে প্রথমে আরও এক হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

এই বিষয়ে ওই মহিলার স্বামী পুলিশে অভিযোগ জানিয়েছেন। এই ঘটনায় জড়িতদের কঠিন শাস্তি দাবি করেছেন তিনি। তাঁর অভিযোগ, তাঁর স্ত্রীকে হত্যা করার উদ্দেশ্যেই তাঁর সহকর্মীরা এই নক্কারজনক ঘটনা ঘটিয়েছেন। ঢাকা মেডিক্যাল কলেজের পুলিশ শিবির থেকে এই ঘটনার বিষয়ে কালিয়াকৈর থানায় খবর দেওয়া হয়েছে। থানা থেকে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। আক্রান্ত মহিলার অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানানো হয়েছে। তিনি একটু সুস্থ হয়ে উঠলে তাঁর বয়ানও নথিভুক্ত করবে পুলিশ।

Next Article