ঢাকা: সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারত সফরে আসার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ( Prime Minister of Bangladesh Sheikh Hasina)। ৬ থেকে ৮ অগস্ট তিনি ভারতে থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। এদিকে বাংলাদেশে জ্বালানি তেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ বেড়েছে সেদেশের নাগরিক মহলে। তৈরি হয়েছে বিদ্যুতের ঘাটতিও। পাশাপাশি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের অবস্থাও ভাল নয় বলে শোনা যাচ্ছিল। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে ভারত সরকারের কাছে দরবার করলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী (Foreign Minister of Bangladesh) এ কে আব্দুল মোমেন।
সূত্রের খবর, বৃহস্পতিবার চট্টগ্রামের জেএমসেন হলে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কে আব্দুল মোমেন বলেন, “আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাঁকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে। তিনি থাকলেই সত্যিকারের সাম্প্রদায়িকতা মুক্ত দেশ তৈরি সম্ভব। শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারত সরকারকে সেটা করতে অনুরোধ করেছি। আমি বলেছি, আমার দেশে কিছু দুষ্ট লোক আছে, কিছু উগ্রবাদী আছে। আমাদের দেশ সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন না। আপনার দেশেও যেমন দুষ্টু লোক আছে, আমাদের দেশেও আছে।”
এদিকে গত বছর দুর্গাপুজোর সময় বাংলাদেশে ঘটে যাওয়া কিছু অনভিপ্রেত ঘটনার রেশ এখনও রয়ে গিয়েছে। যা নিয়ে ক্ষোভের বাতাবরণ রয়েছে সেদেশের সংখ্যালঘুদের মধ্যে। সংখ্যালঘুদের একাধিক সংগঠনের তরফে বিদেশমন্ত্রীর পদত্যাগেরও দাবি করা হয়েছে। এই প্রেক্ষাপটে আব্দুল মোমেনের এ বক্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে আগামী মাসে ভারত সফরে এসে আজমের শরিফের দরগায় যাওয়ার কথা রয়েছে হাসিনার। এর আগে ২০১০ ও ২০১৭ সালেও আজমের শরিফে গিয়েছিলেন হাসিনা। ২০১৭ সালে তিনি শেষবার আজমের শরিফে যেতে দেখা যায় হাসিনা। খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে চাদর চড়ান তিনি।