ঢাকা: পেঁয়াজ রফতানি আগেই বন্ধ করেছিল ভারত। এবার বাংলাদেশে আলু রফতানিও বন্ধ হয়ে গেল। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই দক্ষিণ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আলু রফতানি বন্ধ হয়ে গিয়েছে। খবরটি নিশ্চিত করেছেন হিলি-পানামা পোর্ট লিঙ্কের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক। তিনি জানান, অনুমতিপত্রের (আইপি) মেয়াদ শেষ হয়ে যাওয়ার জন্যই আলু রফতানি বন্ধ করা হল বলে জানা গিয়েছে। ফলে আলুর মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।
পানামা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী ১৫ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত ভারত থেকে আলু আমদানি করার অনুমতি ছিল। কিন্তু ১৫ ডিসেম্বর, শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় একদিন আগে, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই আলু রফতানি বন্ধ হয়ে যায়। এর ফলে পেঁয়াজের মতো আলুর দামও অতিরিক্ত বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। দাম নিয়ন্ত্রণে রাখতে আরও ১৫ দিন আলু আমদানি চালু রাখার আবেদন জানিয়েছেন ব্যবসায়ীরা।
গত অগস্টেও বাংলাদেশের বাজারে আলুর সংকট দেখা দিয়েছিল। ফলে দাম অতিরিক্ত বেড়ে যায়। কেজি প্রতি আলুর দাম ওঠে ৮০ থেকে ৯০ টাকা। তাই দাম নিয়ন্ত্রণে ৩০ অক্টোবর থেকে প্রতিবেশী দেশ থেকে আলু আমদানি করার অনুমতি দেয় হাসিনা সরকার। এরপর ২ নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু করেন বন্দরের ব্যবসায়ীরা। এরপর আলুর দাম নেমে আসে ৩৮ থেকে ৪২ টাকায়। কিন্তু, ফের আমদানি বন্ধ হয়ে যাওয়ায় আবার আলু মহার্ঘ হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।