AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata-Dhaka Maitri Express: ঈদের সময় চলবে না মৈত্রী ও মিতালী এক্সপ্রেস, কতদিন বন্ধ থাকবে জানুন

প্রায় এক সপ্তাহ মৈত্রী ও মিতালী এক্সপ্রেস- ট্রেন দুটির চলাচল বন্ধ থাকবে।

Kolkata-Dhaka Maitri Express: ঈদের সময় চলবে না মৈত্রী ও মিতালী এক্সপ্রেস, কতদিন বন্ধ থাকবে জানুন
কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস।
| Edited By: | Updated on: Apr 06, 2023 | 7:21 PM
Share

ঢাকা: ভারত-বাংলাদেশের অন্যতম মৈত্রীর বন্ধন হল মৈত্রী এক্সপ্রেস (Maitri Express) ও মিতালী এক্সপ্রেস (Mitali Express)। কলকাতা (Kolkata) ও শিলিগুড়ি (Siliguri) থেকে সরাসরি ঢাকাগামী (Dhaka) এই দুই ট্রেন যেন দুই বাংলা তথা প্রতিবেশী দুই দেশকে আরও কাছাকাছি নিয়ে এসেছে। প্রতিদিনই দুই বাংলার বহু মানুষ মৈত্রী ও মিতালী এক্সপ্রেসে যাতায়াত করে। তবে ঈদের (Eid) সময় এই ট্রেন দুটির চলাচল বন্ধ থাকবে। একদিন নয়, প্রায় এক সপ্তাহ এই দুটি ট্রেন চলাচল বন্ধ থাকবে। বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে খবরটি জানানো হয়েছে। তবে মৈত্রী ও মিতালী এক্সপ্রেস বন্ধ থাকলেও খুলনাগামী বন্ধন এক্সপ্রেস (Bandhan Express) চলবে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে খবর, ঈদ উৎসব উপলক্ষ্যে ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস ও ঢাকা-শিলিগুড়ি রুটের মিতালী এক্সপ্রেসের চলাচল কয়েকদিন বন্ধ থাকবে। আগামী ১৮ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত মিতালী এক্সপ্রেস এবং আগামী ২০ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত মৈত্রী এক্সপ্রেসের চলাচল বন্ধ থাকবে। তবে কলকাতা-খুলনা রুটের বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ হচ্ছে না। এটি সাধারণ নিয়ম অনুসারেই চলবে বলে বাংলাদেশ রেলওয়ের তরফে জানানো হয়েছে।

বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, ইদের সময়ে যাতে ট্রেনের সময়ানুবর্তিতা বজায় থাকে, সেজন্য মিতালী এক্সপ্রেস ১০ দিন এবং মৈত্রী এক্সপ্রেস ৮দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে বন্ধন এক্সপ্রেস যথারীতি চলাচল করবে।

কেবল কলকাতা বা শিলিগুড়ি-ঢাকা এক্সপ্রেস নয়, ঈদের সময়ে কোনও ইন্টারসিটি ট্রেন চলাচল করবে না এবং ঢাকাগামী বাংলাদেশের ঈদের ট্রেনেও কিছু পরিবর্তন আনা হয়েছে বলে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ রেলওয়ে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্তঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ঢাকা বিমানবন্দর স্টেশনে থামবে না। এছাড়া ঈদের আগে ২০ এপ্রিল রাত ১২টা থেকে ২২ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্যান্য সব মালগাড়ি বন্ধ রাখা হবে বলেও জানান তিনি। ঈদের ১০ দিন আগে এবং পরের ১০ দিন ট্রেনে সেলুন কার সংযোজন করা হবে না। তবে ঈদের সময়ে মানুষ যাতে নিশ্চিন্তে তাঁর বাড়ি ফিরতে পারেন সেই জন্য বিভিন্ন রুটে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে।