অডিশন দিতে গিয়ে অজ্ঞান! কাস্টিং কাউচ প্রসঙ্গে বিস্ফোরক রেশমি

অনেক ছোট থেকে অভিনয় যাত্রার শুরু তাঁর। প্রায় ২০ বছর হতে চলল ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন তিনি। কথা হচ্ছে অভিনেত্রী রেশমি দেশাইয়ের। তাঁর ঝুলিতে রয়েছে একগুচ্ছ হিট সিরিয়াল। মাত্র ১৬ বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি হয় তাঁর। কেরিয়ারের শুরুতে অনেক রকম বাধার মুখে পড়তে হয়েছিল তাঁকে।

অডিশন দিতে গিয়ে অজ্ঞান! কাস্টিং কাউচ প্রসঙ্গে বিস্ফোরক রেশমি
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2024 | 9:35 PM

অনেক ছোট থেকে অভিনয় যাত্রার শুরু তাঁর। প্রায় ২০ বছর হতে চলল ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন তিনি। কথা হচ্ছে অভিনেত্রী রেশমি দেশাইয়ের। তাঁর ঝুলিতে রয়েছে একগুচ্ছ হিট সিরিয়াল। মাত্র ১৬ বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি হয় তাঁর। কেরিয়ারের শুরুতে অনেক রকম বাধার মুখে পড়তে হয়েছিল তাঁকে। ‘উত্তরণ’ সিরিয়াল তাঁকে রাতারাতি দর্শকের ড্রইংরুমের সদস্য করে দেয়। যদিও তাঁর ঝুলিতে রয়েছে একাধিক হিট। কিন্তু তাঁকেও ‘কাস্টিং কাউচ’-এর সম্মুখীন হতে হয়েছিল। ছোটবেলার সেই ভয়াবহ অভিজ্ঞতাই বলে ফেললেন অভিনেত্রী। এত দিন এ বিষয় কখনও কথা বলেননি তিনি। অবশেষে মুখ খুললেন। সেই মানসিক অস্বস্তি, সেই ক্ষত এখনও তাঁর মনে দগদগে। ঠিক কী ঘটেছিল তাঁর সঙ্গে?

অভিনেত্রী বলেন, “অডিশনের জন্য এক জায়গায় ডাকা হয়েছিল আমায়। সেখানে গিয়ে দেখি কেউ নেই। পুরো ফাঁকা। মাত্র ১৬ বছর বয়স ছিল তখন আমার। কেউ একজন আমায় অজ্ঞান করার চেষ্টা করেছিলেন। খুব অস্বস্তি অনুভব করছিলাম। কোনও ভাবে নিজেকে বাঁচিয়ে পালিয়ে আসি। কিছু ক্ষণ পরে পুরো ঘটনাটা জানিয়েছিলাম আমার মা-কে।” তবে এই ঘটনার পর চুপ করে বসে থাকেননি অভিনেত্রীর মা। পরের দিন আবার সেখানে গিয়েছিলেন। যেখানে ঠিক তার আগের দিন অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাঁকে। পরের দিন সেই ব্যক্তির সঙ্গে দেখা করেন রেশমির মা। দেখা করেই সটান কষিয়ে চড় মারেন অভিনেত্রীর মা। তিক্ত অভিজ্ঞতার সঙ্গে তিনি যোগ করেন ভাল-খারাপ মিশিয়েই প্রতিটা ইন্ডাস্ট্রি। এত বছরের কেরিয়ারে তিনি কিছু ভাল মানুষও পেয়েছেন।