অপেক্ষার অবসান, কলকাতায় গওহর জানের শোয়ের টিকিট পাওয়া যাচ্ছে কোথায়?
অপেক্ষার অবসান। গত কয়েক সপ্তাহ ধরে যাঁরা অর্পিতা চট্টোপাধ্যায় অভিনীত 'মাই নেম ইজ জান'-এর খবরে ক্রমাগত চোখ রেখে গিয়েছেন, তাঁদের অনেকেই এই শো দেখার অপেক্ষায় দিন গুনছেন। কলকাতার থিয়েটার প্রেমীদের তাই লক্ষ্যে এখন ৬ ডিসেম্বর।
অপেক্ষার অবসান। গত কয়েক সপ্তাহ ধরে যাঁরা অর্পিতা চট্টোপাধ্যায় অভিনীত ‘মাই নেম ইজ জান’-এর খবরে ক্রমাগত চোখ রেখে গিয়েছেন, তাঁদের অনেকেই এই শো দেখার অপেক্ষায় দিন গুনছেন। কলকাতার থিয়েটার প্রেমীদের তাই লক্ষ্যে এখন ৬ ডিসেম্বর। কলকাতায় এই নাটক মঞ্চস্থ হতে এখনও এক মাস বাকি। বিদেশের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যে মঞ্চস্থ হচ্ছে গওহর জানের আত্মজীবনী নির্ভর শো মাই নেম ইজ জান। আর সেই তালিকা থেকে নিজের শহর কলকাতাকে মোটও বাদ রাখেননি অর্পিতা। ৬ ডিসেম্বর জি.ডি বিড়লা সভাঘরে এই শো মঞ্চস্থ হবে। এবার বিক্রি শুরু হল সেই সন্ধ্যার টিকিট। অনলাইলে মাই নেম ইজ জান-এর অগ্রীম টিকিট বুকিং শুরু হয়ে গেল। বুক মাই শো-তে ঠিক এক মাস আগেই খুলে গেল আসন বুকিং-এর অপশন। ১১ নভেম্বর থেকেই অনলাইনে টাকা যাচ্ছে টিকিট।
https://in.bookmyshow.com/plays/my-name-is-jaan/ET00419577
মুম্বইয়ে মঞ্চ কাঁপিয়ে এবার কলকাতায় আসছে টিম অর্পিতা। যদিও তার আগে রয়েছে আরও একটি শো, ২৪ নভেম্বর অস্ট্রিয়ার স্ট্যাড থিয়েটারে অনুষ্ঠিত হবে ‘মাই নেম ইজ জান’। তারপর কয়েকদিনের বিরতিতেই কলকাতার শো। এই দফায় গ্লোবাল ট্যুরের চতুর্থ শো মঞ্চস্থ হবে কলকাতায়। থিয়েটার প্রেমী মানুষেরা তাই মুখিয়ে ছিলেন কবে নাটকের টিকিট পাওয়া যাবে। বর্তমানে বুক মাই শো-এ গেলেই মিলছে গওহর জানের টিকিট।
উল্লেখ্য, ‘মাই নেম ইজ জান’ নাটকটি লিখেছেন অবন্তী চক্রবর্তী এবং টিভিনাইন নেটওয়ার্কের এম ডি ও সিইও বরুণ দাস। অবন্তী চক্রবর্তীর পরিচালনা। নাটকটির নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন রক্তিম গোস্বামী।
এই দফায় গ্লোবাল ট্যুরে কোথায় কোথায় অভিনীত হবে ‘মাই নেম ইজ জান’, দেখে নিন-
২৪ নভেম্বর ২০২৪- স্ট্যাড থিয়েটার, অস্ট্রিয়া
৬ ডিসেম্বর ২০২৪- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা
১৮ জানুয়ারি, ২০২৫- শ্রীরাম সেন্টার, দিল্লি
২৪ জানুয়ারি ২০২৫– হায়দরাবাদ
৯ ফেব্রুয়ারি ২০২৫- কলামন্দির, কলকাতা
২৩ ফেব্রুয়ারি ২০২৫- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা