বছরের শুরুতেই দেবের ডাবল ধামাকা, মিঠুনের সঙ্গে জুটিতে নায়ক?
যাঁর শেষ ভাল, তাঁর সব ভাল। ২০২৪ সালের শেষটা অভিনেতা তথা প্রযোজক দেবের ভালই কেটেছে। নায়কের অভিনীত ছবি 'খাদান' বক্স অফিসে ছক্কা হাঁকিয়েছে। তার পর বছরের প্রথম দিনেই দেব অভিনীত 'রঘু ডাকাত'ছবিটির ঘোষণা করে এসভিএফ। এখানেই শেষ নয়।
যাঁর শেষ ভাল, তাঁর সব ভাল। ২০২৪ সালের শেষটা অভিনেতা তথা প্রযোজক দেবের ভালই কেটেছে। নায়কের অভিনীত ছবি ‘খাদান’ বক্স অফিসে ছক্কা হাঁকিয়েছে। তার পর বছরের প্রথম দিনেই দেব অভিনীত ‘রঘু ডাকাত’ছবিটির ঘোষণা করে এসভিএফ। এখানেই শেষ নয়। একই দিনে আরও এক সুখবর শোনালেন নায়ক।
বছরের শুরুতে একসঙ্গে দুটো ছবির ঘোষণা করলেন নায়ক। অতনু রায়চৌধুরী প্রযোজিত, পরিচালক অভিজিত্ সেনের পরিচালনায় দেবের আগামী ছবি ‘প্রজাপতি ২’। নতুন বছরেই সেই খবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন নায়ক। গত শীতেই নাকি আসার কথা ছিল এই ছবির। তখন অবশ্য ছবির নাম ছিল ‘প্রতীক্ষা’। শোনা যাচ্ছে, এই ছবিটি আগের ছবির সিক্য়ুয়েল। ‘প্রজাপতি’ ছবিটিও দর্শকের বেশ নজর কেড়েছিল ।
Few untold stories of 2024 will be told in 2025…
Super happy to announce our next….
Projapati 2@BengalTalkies @devpl_official @AVIJIT416 @AdvARC_official pic.twitter.com/n67UPEKUtJ
— Dev (@idevadhikari) January 1, 2025
সূত্র বলছে, এই ছবিতেও দেবের বাবার চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। তবে আর কাকে কাকে দেখা যাবে? সেই উত্তর অবশ্য এখন ও পাওয়া যায়নি। গত অগস্টে এই ছবির ঘোষণা করেছিলেন তাঁরা। তখন শোনা গিয়েছিল এই গুরুত্বপূর্ণ চরিত্রে এই ছবিতে দেখা যেতে পারে তাসনিয়া ফারিণকে। শোনা গিয়েছিল নভেম্বর মাসেই শুরু হবে ছবির শুটিং। তবে খুব ঠান্ডার জন্য নাকি পিছিয়ে দেওয়া হয়েছে শুটিং। ২০২৫ সালে দেব এবং মিঠুনের শুটিং শুরু হবে। এর আগে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তাঁরা। এখন এই ছবি দর্শকের কতটা নজর কাড়তে পারে সেটাই দেখার।