IND vs AUS 4th Test Preview: নিউ ইয়ার টেস্ট ‘নতুন’ টিম! সিডনিতে নানা চমকের সম্ভাবনা
India vs Australia New Year Test: সম্ভাবনা থাকবে এটাই ভরসা। মর্যাদার ম্যাচের আগে ভারতীয় শিবিরে নানা জল্পনা। কোচ গম্ভীরের সঙ্গে বেশ কয়েকজন প্লেয়ারের বনিবনা হচ্ছে না, এমন তথ্যও প্রকাশ্যে আসে। এমনকি সিডনিতে বাদ পড়তে পারেন খোদ ক্যাপ্টেন রোহিত শর্মা।
ডু অর ডাই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এমন পরিস্থিতিতেই দাঁড়িয়ে ভারত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপ হওয়ার পরই পতনের শুরু। অস্ট্রেলিয়ার মাটিতে পারথে প্রথম টেস্টে জয়। মনে হয়েছিল, এ বারও দাপট দেখা যাবে ভারতের। গত দুই অস্ট্রেলিয়া সফরেই সিরিজ জিতেছিল ভারত। এ বার সেই সম্ভাবনা শেষ। অন্তত সিরিজ ড্র করে বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখার একটা সুযোগ রয়েছে। তেমনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌঁড়ে টিকে থাকার। নিউ ইয়ার টেস্টে নানা চমকও অপেক্ষা করছে!
সিডনিতে ড্র কিংবা হার মানেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে পুরোপুরি বিদায়। গত দুই সংস্করণেই ফাইনালে উঠেছিল ভারত। সিডনি টেস্ট জিতলেও জটিল অঙ্কের অপেক্ষায় থাকতে হবে। সম্ভাবনা থাকবে এটাই ভরসা। মর্যাদার ম্যাচের আগে ভারতীয় শিবিরে নানা জল্পনা। কোচ গম্ভীরের সঙ্গে বেশ কয়েকজন প্লেয়ারের বনিবনা হচ্ছে না, এমন তথ্যও প্রকাশ্যে আসে। এমনকি সিডনিতে বাদ পড়তে পারেন খোদ ক্যাপ্টেন রোহিত শর্মা।
নিউজিল্যান্ড সিরিজে হতাশ করেছিলেন। অস্ট্রেলিয়াতেও ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ। পারথে ছিলেন না রোহিত। টিম জিতেছিল। অ্যাডিলেড টেস্ট থেকে খেলছেন। যশস্বী-রাহুলের ওপেনিং জুটি ভালো খেলছিল বলে তা ভাঙতে চাননি। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগেও এমন কথাই বলেছিলেন ক্যাপ্টেন। যদিও দেখা যায়, রোহিত ওপেনিংয়ে। ছন্দে থাকা লোকেশ রাহুলকে জায়গা ছাড়তে হয় ক্যাপ্টেনের জন্য। মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে ফিরেও অবদান রাখতে পারেননি রোহিত। ক্যাপ্টেন বাদ পড়লে খাতায় কলমে নেতা অবশ্যই জসপ্রীত বুমরা। তবে মাঠে নেতার ভূমিকায় দেখা যেতে পারে বিরাট কোহলিকেও। মেলবোর্নে এমন পরিস্থিতি দেখা গিয়েছিল।
এই খবরটিও পড়ুন
গত ম্যাচে বাদ পড়েছিলেন শুভমন গিল, এই ম্যাচে তাঁর ফেরা নিশ্চিত। তেমনই আরও দুটো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ঋষভ পন্থের শট সিলেকশন নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ টিম ম্যানেজমেন্ট। মেলবোর্ন টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে তাঁর অপ্রয়োজনীয় শটে আউট নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। দলের প্রয়োজনের সময় ‘স্বভাবসিদ্ধ’ ক্রিকেটের অজুহাত মানতে নারাজ গম্ভীর। ধ্রুব জুরেলকে খেলানো হতে পারে। বোলিং আক্রমণে আকাশ দীপের চোট রয়েছে বলে জানিয়েছেন গম্ভীর। তাঁর পরিবর্তে হর্ষিত রানা কিংবা প্রসিধ কৃষ্ণর মধ্যে একজন ঢুকবেন।
অস্ট্রেলিয়া অবশ্য একাদশ ঘোষণা করে দিয়েছে। তাদের একাদশেও পরির্তন করা হয়েছে। ছন্দহীন মিচেল মার্শের পরিবর্তে অভিষেক হচ্ছে বিউ ওয়েবস্টারের। সাদা-বলের ক্রিকেটের জন্যই বেশি পরিচিত। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি লিগে। মিডিয়াম পেস, ব্যাটিংয়ে বিধ্বংসী। নীতীশ কুমার রেড্ডির সাফল্য দেখেই হয়তো অজি টিমেরও এক ভাবনা। সিডনিতে জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ কার্যত পাকা অস্ট্রেলিয়ার।
ভারত বনাম অস্ট্রেলিয়া, সকাল ৫টা, টস ভোর ৪.৩০, স্টার স্পোর্টস, ডিজনি প্লাস হটস্টারে সম্প্রচার