Gautam Gambhir: সিডনিতে বাদ রোহিত শর্মা? গুরু গৌতমের ‘গম্ভীর’ বার্তায় জল্পনা তুঙ্গে
IND vs AUS, BGT: বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্ট শুরু হচ্ছে শুক্রবার। ভারতীয় সময় অনুযায়ী ভোরবেলায় শুরু হতে চলেছে সিডনি টেস্ট। এই টেস্টের আগে প্রেস কনফারেন্সে সিডনিতে হাজির ছিলেন গৌতম।
কলকাতা: ভারতীয় টিমের উপর কি চূড়ান্ত বিরক্ত গৌতম গম্ভীর (Gautam Gambhir)? তাঁর হাবভাব বলে দিচ্ছে তেমনটাই। বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্ট শুরু হচ্ছে শুক্রবার। ভারতীয় সময় অনুযায়ী ভোরবেলায় শুরু হতে চলেছে সিডনি টেস্ট। এই টেস্টের আগে প্রেস কনফারেন্সে সিডনিতে হাজির ছিলেন গৌতম। সাধারণত ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে উপস্থিত থাকেন অধিনায়ক। স্বাভাবিকভাবেই এই প্রশ্ন গৌতমকে করে বসেন এক সাংবাদিক। মেজাজ হারিয়ে ফেলেন গম্ভীর। তিনি জানান, কোচ এসেছে কনফারেন্সে এটাই কি যথেষ্ট নয়? এখানেই শেষ নয়, সিডনি টেস্টে রোহিত শর্মা (Rohit Sharma) খেলবেন কিনা, সেটিও পরিষ্কার জানাননি গম্ভীর।
ভারতীয় ক্যাপ্টেন বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্টে একাদশে থাকবেন কিনা, তা নিশ্চিত নয়। গৌতম গম্ভীর এ নিয়ে সোজাসুজি কিছু বলেননি। প্রেস কনফারেন্সে রোহিত কেন এলেন না, এই প্রশ্নের উত্তরে গম্ভীর বলেন, ‘রোহিত ঠিকই আছে। প্রেস কনফারেন্সে যে ক্যাপ্টেনই আসবে, এমন প্রথা তো কোথাও নেই। হেড কোচ তো এসেছে। আর আমি আশা করি সেটাই যথেষ্ট। সিডনিতে উইকেট দেখে আমরা একাদশ বাছব।’
এই খবরটিও পড়ুন
এরপর সাংবাদিকদের থেকে প্রশ্ন আসে সিডনি টেস্টে রোহিত শর্মা খেলবেন কিনা? খানিক বিরক্তির সুরেই যেন গম্ভীর বলেন, ‘আমি তো এই মাত্র বললাম যে আমরা আগে উইকেট দেখব। তারপর আগামিকাল সকালে একাদশ বেছে নেব।’
GAMBHIR TALKING ABOUT ROHIT SHARMA IN PRESS CONFERENCE. [OneCricket] pic.twitter.com/gWANcHsgIP
— Johns. (@CricCrazyJohns) January 2, 2025
রোহিত শর্মা পারথ টেস্টে খেলেননি। নিয়েছিলেন পিতৃত্বকালীন ছুটি। এরপর দ্বিতীয় টেস্টে ফেরেন তিনি। কিন্তু এই সিরিজে রোহিত একেবারেই ভালো পারফর্ম করতে পারেননি। অনেকেই তাঁর অবসরের দাবি তুলেছেন। এর মাঝে এটা পরিষ্কার যে গৌতম গম্ভীর এই সিরিজে ভারতের পারফরম্যান্সের জন্য যথেষ্ট বিরক্ত। ক্রিকেটমহলে বলা হচ্ছে, হয়তো সিডনি টেস্টে খেলা হবে না রোহিত শর্মার। এ বার পুরো ছবিটা পরিষ্কার হবে আগামিকাল।