‘লারার কেউ ক্ষতি করতে চাইলে…’,মেয়ে প্রসঙ্গে কী বললেন বরুণ?

তাঁর কাঁধে এখন অনেক দায়িত্ব। এখন তিনি শুধু কারও ছেলে বা কারও স্বামী নন। এখন তিনি বাবাও বটে। কথা হচ্ছে অভিনেতা বরুণ ধওয়ানের। চলতি বছরের শুরুতে কন্যা সন্তানের বাবা হয়েছেন নায়ক। কিছু দিন আগেই মেয়ের নাম প্রকাশ্যে এনেছেন অভিনেতা। 'কৌন বনেগা ক্রোড়পতি ১৬'র মঞ্চে এসে নায়ক জানান যে তিনি মেয়ের নাম রেখেছেন লারা।

'লারার কেউ ক্ষতি করতে চাইলে...',মেয়ে প্রসঙ্গে কী বললেন বরুণ?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 14, 2024 | 3:19 AM

তাঁর কাঁধে এখন অনেক দায়িত্ব। এখন তিনি শুধু কারও ছেলে বা কারও স্বামী নন। এখন তিনি বাবাও বটে। কথা হচ্ছে অভিনেতা বরুণ ধওয়ানের। চলতি বছরের শুরুতে কন্যা সন্তানের বাবা হয়েছেন নায়ক। কিছু দিন আগেই মেয়ের নাম প্রকাশ্যে এনেছেন অভিনেতা। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’র মঞ্চে এসে নায়ক জানান যে তিনি মেয়ের নাম রেখেছেন লারা। মেয়ের গল্প বলতে গিয়ে অভিনেতা জানান তিনি সন্তানের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত পরতে পরতে উপভোগ করছেন। শুটিং বা ছবির প্রচারের জন্য যদি বাইরে থাকলেও তাঁর মন পড়ে থাকে বাড়িতেই।

সম্প্রতি এক সাক্ষাত্‍কারে অভিনেতা বলেছেন, “আমার মনে হয় যখন কোনও নারী বা পুরুষ যখন বাবা-মা হন, তাঁদের জন্য এটি একটি আলাদা অভিজ্ঞতা। মেয়েরা মা হলে যেন বাঘিনীর রূপ ধারণ করেন। অন্যদিকে ছেলেদের অনুভূতি প্রকাশ্যে আসেনা। কিন্তু তাঁদের সন্তানের প্রতি আবেগ দেখলেই বোঝা যায় তাঁর মধ্যে কতটা পরিবর্তন এসেছে। আমার মেয়ের যদি যদি কেউ এতটুকু ক্ষতি করে তবে আমি তাঁকে মেরেই ফেলব। বাবা হওয়ার দায়িত্বের সঙ্গে মেয়ের ভাল মন্দের দিকটাও আমিই মাথায় রাখব।”

উল্লেখ্য, ৭ নভেম্বর মুক্তি পেয়েছে নায়কের নতুন ছবি ‘সিটাডেল:হানি বানি’। প্রথম বার দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে জুটি বেঁধেছেন বরুণ। ডিসেম্বরে নায়ককে দেখা যাবে অ্যাকশন থ্রিলার ছবিতে। আগামী ২৫ ডিসেম্বর ‘বেবি জন’ ছবিতে দেখা যাবে নায়ককে।