‘বাজিগর ২ ‘-এ নায়ক শাহরুখ খান? খোলসা করলেন প্রযোজক
Shah Rukh Khan: ৩১ বছর আগে এই ছবি তাঁকে এনে দিয়েছিল সাফল্য। তার পর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল 'বাজিগর'। পোস্টারে দেখা গিয়েছিল মাঝে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ খান। তাঁর দুই পাশে দুই নায়িকা।
৩১ বছর আগে এই ছবি তাঁকে এনে দিয়েছিল সাফল্য। তার পর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল ‘বাজিগর’। পোস্টারে দেখা গিয়েছিল মাঝে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ খান। তাঁর দুই পাশে দুই নায়িকা। এক দিকে শিল্পা শেট্টি আর অন্য দিকে কাজল।
তখনও তিনি বাদশা বা কিং খান হয়ে ওঠেননি। এমন খলনায়ককে আগে মনে হয় না দেখেছিলেন কেউ। এর মাঝে কেটে গিয়েছে অনেকগুলো ৩০ বছরের বেশি সময় পার। তিনি এখন বাদশা। ২০২৪ সালে সবাই যখন তাঁর মারকাটারি অ্যাকশনে বুঁদ তখন যদি আবারও সেই ঝাঁকড়া চুলের শাহরুখকে পর্দায় দেখতে পান তাহলে কেমন লাগবে বলুন তো?
শোনা যাচ্ছে, খুব শীঘ্রই তৈরি হতে চলেছে ‘বাজিগর ২’। প্রযোজক রতন জৈনের মাধ্যমেই নাকি সেই ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে। এ প্রসঙ্গে তিনি কী বলেছেন? পরিচালক জানিয়েছেন, শাহরুখ ইতিমধ্যেই জানেন এই বিষয়টি।
কিং খান যে একেবারে রাজি নন এমনটা মোটেই নয়। আলোচনা চলছে অভিনেতা-প্রযোজকের মধ্যে। ছবিটি যে তৈরি হবেই তা আশ্বস্ত করেছেন প্রযোজক স্বয়ং। কিন্তু প্রশ্ন হল এই ছবিটিতে কি নায়ক হিসাবে দেখা যাবে শাহরুখকে? প্রযোজক জানিয়েছেন সবটাই নির্ভর করছে কিং খানের উপর। তিনি রাজি হলে তবেই তৈরি হবে ‘বাজিগর ২’।