‘নিজের গান জনপ্রিয় করার…’, বিষ্ণোইরা নয়, কর্ণাটক থেকে সলমনকে খুনের হুমকি

Salman Khan: একের পর এক হুমকি। প্রাণনাশের হুমকি পেয়েই চলেছেন সলমন খান। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের নিশানায় সলমন খান। ইদের দিন ভাইজানের বাড়ি তাক করে গুলিবর্ষণ হয়। কিছু দিন আগে কয়েক দিন আগে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির থেকে এসেছিল হুমকি। ৫ কোটি টাকা দাবি করেছিলেন সেই ব্যক্তি।

'নিজের গান জনপ্রিয় করার...', বিষ্ণোইরা নয়, কর্ণাটক থেকে সলমনকে খুনের হুমকি
সলমন খান।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2024 | 6:45 PM

একের পর এক হুমকি। প্রাণনাশের হুমকি পেয়েই চলেছেন সলমন খান। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের নিশানায় সলমন খান। ইদের দিন ভাইজানের বাড়ি তাক করে গুলিবর্ষণ হয়। কিছু দিন আগে কয়েক দিন আগে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির থেকে এসেছিল হুমকি। ৫ কোটি টাকা দাবি করেছিলেন সেই ব্যক্তি। সেই ব্যক্তিকেই এবার গ্রেফতার করল মুম্বই পুলিশ। তদন্তে জানা গিয়েছে ২৪ বছরের এই ব্যক্তি পেশায় গীতিকার। নিজের লেখা গান জনপ্রিয় করার জন্য এই কাজটি করেছিলেন তিনি। কয়েক দিন আগে নতুন করে খুনের হুমকি পেয়েছিলেন সলমন।ফ মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে লরেন্স বিষ্ণোইয়ের নাম নিয়ে হুমকি এবং টাকার দাবি করেন। তার পর থেকেই তদন্ত শুরু হয়েছিল। মঙ্গলবার এই কাণ্ডে গ্রেফতার করা হয়েছে এই উঠতি গীতিকারকে।

তাঁর নাম সোহেল পাশা। কর্ণাটকের রায়চুরের বাসিন্দা তিনি। তাঁর লেখা গান যাতে খুবই জনপ্রিয় হয় তা মনে প্রাণে চেয়েছিলেন তিনি। পুলিশের দাবি, এই কারণেই সলমনকে হুমকি দিয়েছিলেন এই ব্যক্তি। ৭ নভেম্হর মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে প্রচুক মেসেজ আসতে থাকে। বলা হয় যে ব্যক্তি হুমকি দিয়েছেন তিনি বিষ্ণোই দলের লোক। বলা হয় তিনি যদি ৫ কোটি টাকা না দেন তাহলে ভাইজানকে মেরে ফেলা হবে। শুধু তাই নয় ‘ম্যায় সিকন্দর হুঁ’ গানের গীতিকারকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা তদন্তের মাধ্যমে জানতে পেরেছেন যে নম্বর থেকে ফোন এসেছিল তা রায়চুর এলাকার। সঙ্গে সঙ্গে কর্ণাটকে একটি তদন্তকারী দল পাঠানো হয়। ভেঙ্কটেশ নারায়ণ নামের সেই নম্বরের মালিককে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, কিছু দিন আগে বাজারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁর ফোন থেকে কল করতে চান। পরে জানা সেই ব্যক্তি কৌশলে নিজের ফোনে ভেঙ্কটেশের নম্বর নিয়ে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে নিয়েছিলেন। তার পরই খুঁজে পাওয়া যায় সোহেল পাশাকে। তাঁকে গ্রেফতার করার পর ওরলি থানায় আটক করা হয়েছে। তদন্ত এখনও চলছে।