মৃত্যু হল শাহরুখকে ১০০ কোটির নোটিস ধরানো অভিনেতার, ঠিক কী ঘটেছিল সেদিন?
একবার তাঁকেই নিজের অজান্তে আঘাত করে ফেলেছিলেন শাহরুখ খান! সত্যি কি নিজের অজান্তে! একবার নয়, বারবার একই ভুল করা যায়? ক্ষমা করতে পারেনি মনোজ কুমার। আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি শাহরুখ খানের বিরুদ্ধে।

মনোজ কুমার, বলিউডের অন্যজন জনপ্রিয় অভিনেতা। সিনেপাড়ার স্বর্ণযুগের স্টার তিনি। যে সময় টিনসেল টাউনে বহু কাহিনি আজও সাধারণের মুখে মুখে চর্চিত। তবে জানেন কি! একবার তাঁকেই নিজের অজান্তে আঘাত করে ফেলেছিলেন শাহরুখ খান! সত্যি কি নিজের অজান্তে! একবার নয়, বারবার একই ভুল করা যায়? ক্ষমা করতে পারেনি মনোজ কুমার। আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি শাহরুখ খানের বিরুদ্ধে।
ঠিক কী ঘটেছিল?
সাল ২০০৭, মুক্তি পেয়েছিল বলিউডের অন্যতম আইকনিক ছবি ‘ওম শান্তি ওম’। শাহরুখ খানের সেই ছবিরই এক বিতর্কিত দৃশ্য নিয়ে আপত্তি তুলেছিলেন অভিনেতা। ফারাহ খানের পরিচালনায় মুক্তিপ্রাপ্ত ছবির একটি দৃশ্যে দেখানো হয়, শাহরুখ খান মনোজ কুমারের সিগনেচার চিহ্ন, অর্থাৎ তাঁর বিখ্যাত ‘ফেসপাম’ (ইশারা) নকল করেন। এই দৃশ্যটি মনোজ কুমারের কাছে অপমানজনক বলে মনে হয়। তিনি ততক্ষণাৎ নির্মাতাদের কাছে দৃশ্যটি সরানোর অনুরোধ করেন। শাহরুখ খান ও ফারাহ খান তাঁর আপত্তি মেনে দৃশ্যটি ছবি থেকে বাদ দেন এবং শাহরুখ মনোজ কুমারের কাছে ক্ষমা চান। এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছিলেন, “আমি ওঁকে ফোন করে ক্ষমা চেয়েছিলাম। উনি আমায় জানিয়েছিলেন, ঠিক আছে, কোনও ব্যপার নয়।” সেবারের মতো বিষয়টা মিটে যায়।
তবে ২০১৩ সালে, যখন ছবিটি জাপানে ছবিটি পুনঃমুক্তি পায়, ওই বিতর্কিত দৃশ্যটি আবারও ছবিতে রাখা হয়। যা মনোজ কুমারকে আবারও রাগিয়ে তোলে। তিনি এরপর আর স্থির হয়ে বসেননি। শাহরুখ খান ও ইরোস এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মামলা করেন, যদিও পরে তিনি নিজেই এই আইনি লড়াই থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
প্রসঙ্গত, শুক্রবার সকাল থেকেই মনোজ কুমারের স্মৃতিতে ডুবে সকলে। ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মনোজ কুমারের প্রয়াণে শোকস্তব্ধ গোটা সিনে-ইন্ডাস্ট্রি। ৩ এপ্রিল মুম্বইয়ের কোকিলাবেন ধীরুবাই আম্বানি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। মনোজ কুমার, বলিউডকে একাধিক উল্লেখযোগ্য ছবি উপহার দিয়েছেন তিনি। ‘পুরাব অর পশ্চিম’, ‘ক্রান্তি’, ‘শহীদ’ ইত্যাদি দেশপ্রেমী চলচ্চিত্রের জন্য তিনি সিনেপাড়ায় চর্চিত। চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম মনোজ কুমার।





