ঢাকা: ২৫ জুন মহা ধুমধামে বাংলাদেশে পদ্মা নদীর বুকে দেশের দীর্ঘতম পদ্মা সেতু উদ্বোধন করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। উদ্বোধনের পর দ্বিতল এই সেতুর একটি অংশে গাড়ি চলাচল শুরু হয়েছিল। কিন্তু পদ্মা সেতুতে কবে থেকে চলবে ট্রেন, প্রচুর মানুষের মনে সেই প্রশ্ন দানা বেঁধে ছিল। এবার পদ্মা সেতুতে ট্রেন চলাচল নিয়ে সুখবর দিলেন বাংলাদেশের রেলমন্ত্রী মহম্মদ নুরুল ইসলাম সুজন। চলতি মাসেই পদ্মা সেতুতে রেল সংযোগের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। সুজন বলেন, “শনিবার সেতু কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ রেলওয়ে। রেল যোগাযোগের কাজ কবে থেকে শুরু হবে, বৈঠকে আলোচনার মাধ্যমে তা স্থির করা হবে। তবে আগামী সপ্তাহ থেকে রেল সংযোগের কাজ শুরু হওয়া সম্ভাবনা রয়েছে।”
শুক্রবার পদ্মা সেতুর রেল যোগাযোগ ব্যবস্থা খতিয়ে দেখতে মাওয়া স্টেশনে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই সুখবর জানিয়েছেন। তিনি জানিয়েছেন ২০২৩ সালের জুন মাসের মধ্যে রাজধানী ঢাকা থেকে ভাঙা অবধি ট্রেন চালানো সম্ভব হবে। সুজন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে দূরদর্শিতা দেখিয়েছে তার কারণেই সম্পূর্ণ নিজের অর্থে পদ্মা সেতু তৈরি করা সম্ভব হয়েছে। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে, অনেক কটাক্ষ সহ্য করে এই সেতু তৈরি করা হয়েছে। পদ্মা সেতুতে ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেললাইন তৈরি করা হবে। সরকার মনে করছে ২০২৪ সালের জুন মাসের মধ্যে প্রকল্পে যাবতীয় কাজ শেষ হবে। সময়ের কাজ শেষ করার জন্য প্রকল্পকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ ঢাকা থেকে মাওয়া, দ্বিতীয় ভাগ মাওয়া থেকে ভাঙা এবং তৃতীয় ভাগে ভাঙা থেকে যশোর পর্যন্ত কাজ হবে।”
রেলমন্ত্রী জানিয়েছেন, ঢাকা থেকে ভাঙা পর্যন্ত রেল লাইনের কাজ সম্পূর্ণ হলে ঢাকা থেকে রাজবাড়ি হয়ে ফরিদপুর, খুলনা, যশোর, বেনাপোল পর্যন্ত সহজেই ট্রেন চালানো সম্ভব হবে। রেললাইন প্রকল্পের কাজ পরিদর্শনের সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।