Sheikh Hasina: মার্চেই আমিরশাহী সফরে যেতে পারেন হাসিনা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 14, 2022 | 8:56 PM

Bangladesh: বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশমন্ত্রী সঙ্গে বৈঠকে, সে দেশের নেতৃত্ব ও গত পাঁচ দশকে তাদের অসাধারণ সাফল্যের প্রশংসা করেন।

Sheikh Hasina: মার্চেই আমিরশাহী সফরে যেতে পারেন হাসিনা
ছবি: ফাইল চিত্র

Follow Us

ঢাকা: আগামী মার্চ মাসে সংযুক্ত আরব আমিরশাহী সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংযুক্ত আরব আমিরশাহী এবং দুবাইয়ের শাসকের আমন্ত্রণে তিনি এই সফরে যেতে পারেন। রবিবার বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেখানে দুই দেশের বিদেশমন্ত্রী মূলত দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পর্যালোচনা করেন। সেই আলোচনার পরই সংযুক্ত আরব আমিরশাহীর প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী মার্চ মাসে শেখ হাসিনার আমিরশাহী সফরে যাওয়ার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন সংযুক্ত আরব আমিরশাহী নেতৃত্ব ও গত পাঁচ দশকে তাদের অসাধারণ সাফল্যের প্রশংসা করেন। এ সময় তারা বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরশাহীতে সুবর্ণজয়ন্তী উপলক্ষে কিছু বিশেষ অনুষ্ঠান আয়োজন করার কথাও বলেন।

দুই দেশের বিদেশমন্ত্রী দুই দেশের মধ্যে থাকা দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বলেন। দুই দেশের জনগণের পারস্পরিক সুবিধা ও সহযোগিতার জন্য সব ক্ষেত্রে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বৈঠকে দুই দেশের রাজনৈতিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। বিমান ও সামুদ্রিক সংযোগ বাড়ানোর কথাও উল্লেখ করা হয়। বিশেষ করে দুই দেশের সমুদ্র বন্দরের মধ্যে সরাসরি জাহাজ সংযোগ স্থাপন এবং নির্বিঘ্নে সরাসরি কার্গো বিমান চালু করার বিষয়ে একে অপরকে প্রতিশ্রুতি দেন।

দুই মন্ত্রী কৃষি ও খাদ্য বিষয়ক নিরাপত্তা, সংস্কৃতি, বিজ্ঞানের ক্ষেত্রে সহযোগিতা, আইসিটি, আইওটি এবং ডিজিটালাইজেশনে সহযোগিতার কথা বলেন। ড. মোমেন সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশমন্ত্রীর কাছে রোহিঙ্গা সংকট মোকাবিলায় তাদের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

আরও পড়ুন : Municipal Election Result: শাসক দলের কর্মীদের ‘পেট ভর্তি মদ’ দিতে হয় ভোট লুঠের জন্য! তোপ অধীরের

আরও পড়ুন : Primary School Reopening: খুলছে ছোটদের স্কুল, ঠিক আছে তো টেবিল-চেয়ার? মেয়রের নির্দেশে রিপোর্ট চাইল পুরনিগম

Next Article