ঢাকা : প্রতিবেশী বাংলাদেশে ওপর দিয়ে একাধিক নদী বয়ে গিয়েছে। তাই যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে সেতু তৈরি করা সে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার সেই বাংলাদেশেই একসঙ্গে ১০০ সেতুর উদ্বোধন করলেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোট ২৫ টি জেলায় এই সেতুগুলি সম্প্রতি নির্মাণ করা হয়েছে। সোমবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সেতুগুলির উদ্বোধন করেন হাসিনা। সেতুগুলি তৈরি করতে খরচ হয়েছে মোট ৯০০ কোটি টাকা।
কয়েকদিন আগেই পদ্মা সেতুর উদ্বোধন করেন হাসিনা। সে কথা উল্লেখ করে তিনি জানান, পদ্মা সেতুর নির্মাণ বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের। বাংলাদেশের উন্নয়নের স্বার্থে ২০২১ রূপকল্প ঘোষণা করা হয়েছিল হাসিনা সরকারের তরফ থেকে। দ্বিতীয়বার তাঁর দল আওয়ামি লিগ ক্ষমতায় আসার পর প্রায় ১ লক্ষ ১৩ হাজার ৩০৩ মিটার সেতু পুনরায় নির্মাণ করা হয়েছে এবং ২১ হাজার ২৬৭ মিটার কালভার্ট নির্মাণ করা হয়েছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।
তিনি আরও জানান, এশিয়ান হাইওয়ে ও এশিয়ান রেলওয়ের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার জন্য সড়ক যোগাযোগের ক্ষেত্রে উন্নতি করা হচ্ছে। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, নব নির্মিত সেতুগুলির সব মিলিয়ে দৈর্ঘ্য প্রায় সাড়ে ৫ কিলোমিটার। এগুলি তৈরি করতে সরকারের খরচ হয়েছে ৮৭৯ কোটি ৬২ লক্ষ টাকা।
চট্টগ্রাম, সিলেট সহ একাধিক জায়গায় সেতু তৈরি হয়েছে। জানা গিয়েছে চট্টগ্রামে ৪৬ টি, সিলেটে ১৭ টি, বরিশালে ১৪ টি, ঢাকায় ৭ টি, ময়মনসিংহে ৬ টি, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে সেতু তৈরি করা হয়েছে।
মাস কয়েক আগেই পদ্মা সেতুর উদ্বোধন হয় বাংলাদেশে। বাংলাদেশের পদ্মা নদীর ওপর নির্মিত ওই সেতু একাধারে সড়ক ও রেল সেতু। গত ২৫ জুন উদ্বোধন করা হয় সেতুটি। এর ওপরের স্তরে চার লেনের সড়ক পথ এবং নীচের স্তরে একটি রেলপথ রয়েছে। পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় তৈরি এই সেতুটি।