Bangladesh News: শহরে বসেই কয়েক মিনিটে ওরা পাল্টে ফেলত মোবাইলের আইএমইআই নম্বর, কিন্তু শেষ রক্ষা হল না…

Bangladesh Police: গতকাল চট্টগ্রামের পুরাতন রেলস্টেশন এলাকা থেকে একজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই অসাধু চক্রের পর্দাফাঁস করে পুলিশ।

Bangladesh News: শহরে বসেই কয়েক মিনিটে ওরা পাল্টে ফেলত মোবাইলের আইএমইআই নম্বর, কিন্তু শেষ রক্ষা হল না...
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2022 | 8:44 PM

চট্টগ্রাম: বর্তমানে মোবাইল ফোন (Mobile Phone) ছাড়া যেন একটি দিনও কাটতে চায় না। যতদিন যাচ্ছে মানুষ তত বেশি মোবাইলের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। মানুষের এই মোবাইল নির্ভরশীলতাকেই হাতিয়ার করেই অসাধু ব্যক্তিরা প্রতারণা ও অপরাধের ফাঁদ রচনা করছে। মোবাইলের ক্ষেত্রে আইএমইআই বা ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডিন্টিটি নম্বর (International Mobile Equipment Identity Number) ভীষণই গুরুত্বপূর্ণ। মোবাইল ঘটিত কোনও অপরাধ সংঘটিত হলে এই নম্বরেরই সাহায্য নিয়ে থাকে পুলিশ প্রশাসন। অথচ কেউ বা কোনও অসাধু চক্র যদি কয়েক মিনিটেই মোবাইলের আইএমইআই নম্বর বদলে ফেলে, তবে অপরাধীদের ধরা অনেকটাই মুশকিল হয়ে যায়। হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে পেতেও নাভিশ্বাস ওঠে পুলিশের। বাংলাদেশের চট্টগ্রাম জেলার রেয়াজউদ্দিন বাজারে প্রতিনিয়ত আইএমইআই নম্বর বদলে ফেলার অসাধু চক্র চালাত একদল যুবক।

উদ্ধার হওয়া মোবাইল ফোন। ছবি: সমকাল

গতকাল চট্টগ্রামের পুরাতন রেলস্টেশন এলাকা থেকে একজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই অসাধু চক্রের পর্দাফাঁস করে পুলিশ। বুধবার রাতেই রেয়াজউদ্দিন বাজারের সিডিএ মার্কেট রয়েল প্লাজার তৃতীয় তলার ইনোভেটিভ ফোন কেয়ার নামে একটি দোকানে হানা দিয়ে এই চক্রের মূল পান্ডা সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল হাবিবুল্লাহ মিজবাহ, মহম্মদ সাজ্জাদ এবং মহম্মদ রাশিদ। বৃহস্পতিবার চট্টগ্রাম পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি সকলকে জানান হয়। ধৃতদের কাছে থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১১৭ টি চোরাই মোবাইল, তিনটি ল্যাপটপ সহ আরও বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) জসিম উদ্দিন জানিয়েছেন, মোবাইল ফোন ব্যবহার করে হওয়া যে কোনও অপরাধের কল রেকর্ড থেকে শুরু করে যাবতীয় তথ্য পেতে আইএমইআই নম্বরের সাহায্য নিতে হয়। এই অপরাধীরা সেই আইএমইআই নম্বরই বদলে দিত, ফলে তদন্ত করতে গিয়ে পুলিশকে সমস্যার মুখোমুখি হতে হত। আইএমইআই পাল্টানো ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ। একটি চক্র সস্তায় চোরাই মোবাইল সেট কিনে বেশি দামে বিক্রির লোভে প্রতিনিয়ত এ অপরাধটি করে যাচ্ছে। তাদেরকেও দ্রুত গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুন Airport security question: ‘আপনি কি জঙ্গি?’ বিমানবন্দরে ঢুকতে গেলে দিতে হবে এই প্রশ্নের উত্তর!