Airport security question: ‘আপনি কি জঙ্গি?’ বিমানবন্দরে ঢুকতে গেলে দিতে হবে এই প্রশ্নের উত্তর!

Security Check: আমেরিকার এক বিমানবন্দের সিকিউরিটি কিয়স্কে বিমানবন্দরে আগত যাত্রীদের এই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। সম্পতি প্রশ্নের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে।

Airport security question: 'আপনি কি জঙ্গি?' বিমানবন্দরে ঢুকতে গেলে দিতে হবে এই প্রশ্নের উত্তর!
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2022 | 8:14 PM

ওয়াশিংটন: অনেক সময়ই বিভিন্ন শপিং মল বা কোনও স্টোরে আমাদের কাছে ফিডব্যাক বা প্রতিক্রিয়া চাওয়া হয়। সাধারণত হাতে লিখে অথবা কোনও ডিজিটাল স্ক্রিনে প্রশ্নের উত্তর দিতে হয়। ভাল পরিষেবা দিতে গেলে গ্রাহকের মতামত জেনে নেওয়ার মধ্যে কোনও ভুল নেই। তবে বিমানবন্দের (Airport) যদি একই কায়দায় সিকিউরিটি কিয়স্কের (Security Kiosk) ডিজিটাল স্ক্রিনে প্রশ্ন ভেসে আসে? যদি সেখানে আপনার থেকে জানতে চাওয়া হয় ‘আপনি কি জঙ্গি?’ তবে বিষয়টা কেমন হয়? বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই, কিন্তু বাস্তবে ঠিক এমনটাই হয়েছে। এবং ওই প্রশ্নের উত্তরে আপানাকে শুধু হ্যাঁ বা না বলতে হবে।

আমেরিকার এক বিমানবন্দের সিকিউরিটি কিয়স্কে বিমানবন্দরে আগত যাত্রীদের এই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। সম্পতি প্রশ্নের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে। ছবিটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল। এই ছবি নেটিজেনদের দুইভাগে ভাগ করে দিয়েছে। রজত সুরেশ নামক এক টুইটার ব্যবহারকারী টুইটারে এই ছবিটি শেয়ার করেছেন। ছবিটি শেয়ার করে রজত লিখেছেন, “বিমানবন্দরে নিরাপত্তা আরও সহজতর হচ্ছে।” বোঝাই যাচ্ছে তাঁর এই উক্তির মধ্যে লুকিয়ে রয়েছে কটাক্ষ। ছবিটি শেয়ারা হওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার টুইটার ব্যবহারকারী ছবিটি রিটুইট করেছেন অনেকেই কমেন্ট সেকশনে নিজের মন্তব্যও জানিয়েছেন। মন্তব্য থেকে বোঝা গিয়েছে এই ছবি নিয়ে নেটিজেনরা দ্বিধাবিভক্ত।

অনেকে জানতে চেয়েছেন কোনও যাত্রী যদি ভুলবশত ‘আপনি কি জঙ্গি?’ প্রশ্নের উত্তর হ্যাঁ দিয়ে ফেলেন তবে কী হবে। কেউ আবার কটাক্ষের সুরে লিখেছেন, “বিমানবন্দর কর্তৃপক্ষের এইসব বোকা বোকা প্রশ্নের কোনও মানেই নেই। কেউ যদি সত্যিই জঙ্গি হয়, তবে সে কি সবাইকে জানিয়ে বিমানবন্দরে ঢুকবে?” অনেকে আবার মার্কিন এয়ারপোর্টের নিরাপত্তা ব্যবস্থাকেও প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছেন।

আরও পড়ুন India-US Relation: মোদীর অবস্থানেই কি সুর বদল? রাশিয়াকে সরিয়ে ভারতের ‘পরম বন্ধু’ হতে চায় আমেরিকা!